গ্রানাডা ও উত্তর আফ্রিকার মুসলিম রাজ্যসমূহের ইতিহাস
এটি আন্দালুস ও উত্তর আফ্রিকার মুসলিমদের ইতিহাসবিষয়ক গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ। এতে মুসলিমদের হাতে উত্তর আফ্রিকা ও আন্দালুসের বিজয় থেকে নিয়ে একেবারে পতন পর্যন্ত আলোচনা করা হয়েছে। মুওয়াহহিদ সাম্রাজ্যের পতনের পর কীভাবে আন্দালুসের গ্রানাডার মুসলিম রাজ্যের পতন ঘটে এবং সেখানকার মুসলিমদের কী করুণ পরিণতি হয়েছিল, তার বিস্তারিত বিবরণে রচিত হয়েছে। পাশাপাশি তাতে উত্তর আফ্রিকার অন্যান্য মুসলিম রাজ্যগুলোর উত্থান-পতনের ইতিহাস বিবৃত হয়েছে। যেমন : বনু মারিন, ওয়াত্তাসিয়া, সাদিয়া, বনু আবদুল ওয়াদ ও হাফসি রাজ্য।
গ্রন্থটি পাঠ করলে চোখের পানি আটকে রাখা যায় না। কী দোর্দণ্ড প্রতাপের সঙ্গে মুসলিমরা বিশাল আন্দালুস আর উত্তর আফ্রিকা শাসন করলেন, সেই মুসলিমদের উত্তরসূরিদের করুণ মুহূর্তে আর্তনাদ শোনার মতো কেউ ছিল না। শাসকদের দুনিয়ার প্রতি আসক্তি, ভোগবিলাস, অন্তর্দ্বন্দ্ব আর ভ্রাতৃঘাতী লড়াই মুসলিমদের সব শক্তি নিঃশেষ করে দেয়; কাফির-ক্রুসেডারদের বিরুদ্ধে লড়াইয়ের সময় কোথায়।
গ্রন্থটিতে যেভাবে কয়েকজন মহান মুজাহিদের আলোচনা স্থান পেয়েছে, তেমনি কয়েকজন বীর সুলতানের আলোচনা করা হয়েছে। আছে তাঁদের সুশাসন, ইনসাফ, বদান্যতার কথা। আলোচনা করা হয়েছে কয়েকজন শাসকের জুলুম আর বেইমানির কথাও। কীভাবে ধীরে ধীরে প্রতিটি রাজ্যের বিলুপ্তি ঘটে, তার আলোচনাও অত্যন্ত সুন্দরভাবে করা হয়েছে।
বি:দ্র: গ্রানাডা ও উত্তর আফ্রিকার মুসলিম রাজ্যসমূহের ইতিহাস বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.