ফজর আর করব না কাযা
সুন্দর পৃথিবীর জন্য প্রয়োজন পরিবর্তনের।
পরিবর্তন কর্ম ও বিশ্বাসের, চিন্তা ও চিন্তাধারার।
ইসলামী সমাজ ও মুসলিম উম্মাহর জীবন ও জীবনধারার।
প্রত্যাশিত পরিবর্তনে প্রয়োজন একটি ‘ফজর-প্রজন্ম’ ও ‘প্রভাতী কাফেলা’র!
কারণ ফজর স্রষ্টা-নির্ধারিত পরিবর্তন-ক্ষণ।
যুগে যুগে ফজরকালেই ঘটেছে আসমানী পরিবর্তন।
প্রভাতী কাফেলাই রচনা করেছে প্রতিটি বদলে দেওয়ার দাস্তান।
প্রভাত ও ফজর-প্রজন্মতেই জড়িয়ে আছে আগামী-পৃথিবীর চূড়ান্ত আয়োজন!
যে পরিবর্তনের প্রতীক্ষায় প্রতিটি মুসলমান,
দাজ্জাল ও দাজ্জালী শক্তির পতনে ঈসা মাসীহের আগমন,
গৌরবের আলকুদস হতে সূচিত বিজয়ের কাক্সিক্ষত সেই মাহেন্দ্রক্ষণ,
তাও তো ফজর-প্রজন্মের মাধ্যমেই! প্রভাত ও ফজর-কালেই তার বাস্তবায়ন!
ফজর নামায মুমিনের এক ঈমানী পরীক্ষা।
বিজয়-প্রজন্মের জন্য রাব্বে কারীমের অমূল্য তোহফা।
প্রভাতকাল ও ফজর নামাযেই আগামীর বিজয়ের বার্তা লেখা।
ফজর নামাযে শিথিলতা করে বিজয়ের স্বপ্ন দেখা এক দিবাস্বপ্ন! ধূসর মরীচিকা!
আসুন, সুন্দর পৃথিবীর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই―
আগামীর জীবনে আর কোনদিন ফজর নামায করব না কাযা।
ফজরকে জানতে এবং ফজর নামাযের প্রকৃত বৈশিষ্ট্য উপলব্ধি করতে আপনার জন্য মাকতাবাতুল হাসানের অনন্য উপহার― ফযর আর করব না কাযা
বি:দ্র: ফজর আর করব না কাযা বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
MD Rashed Alam –
#বুক_রিভিউ
#ফজর_আর_করব_না_কাযা
#লেখক_ড_রাগিব_সারজানি
#লেখক_সম্পর্কে_এই_বইতে_বেশি #কিছু_লিখা_নেই।
#মূল___________বিষয়বস্তু
ফজরের সালাতের জন্য নির্ধারিত সময় জেগে ওঠা আমার পক্ষে সম্ভব নয়।কেন অসম্ভব সেটা নিয়ে লিখেছেন এই বইতে। ফজরের সালাত যে ঈমানী পরীক্ষা,সেটা ভালোভাবে যুক্তি সহকারে আলোচনা করেছেন কোরআন ও হাদিসের আলোকে।
লেখক ড.সারজানী ফজরের নামাজের অন্যান্য ও ব্যাতিক্রর্মী বেশিষ্ট্য সমূহ হতে দশটি বৈশিষ্ট্য তুলে ধরেছেন, সেগুলোর বিস্তারিত আপনাকে কেবল মুগ্ধ ই করবে না। বরং নিজের ভিতর এক অদ্ভুত পরিবর্তের বাতাস বয়ে দিবে। আমাদের অতীত এবং ভবিষ্যতের ঘটনাগুলো কিভাবে ওতপ্রোতভাবে ফজরের নামাজের সাথে জড়িত,সেটা নিয়ে ও আলোচনা করেছেন তিনি। তিনি এই বইয়ের শেষদিকে প্রত্যেক ফরজ নামাজের পর উপযুক্ত কিছু দোয়া ও অজিফা লিখে দিয়েছেন। বিশেষকরে ফজরের নামাজের পরের দোয়া গুলো। তিনি দোয়া গুলো বাংলা অর্থসহ উল্লেখ করেছেন।
শেষ_______কথা
আপনি যদি ফজর নামাজের প্রতি উদাসীন হন, তাহলে বলবো ভাই এই বইটা হাতে নিন।পড়ে ফেলুন আর দেখুন কি নিয়ামত থেকে আপনি নিজেকে বঞ্চিত করছেন প্রতিদিন। বিশ্বাস করুন এই বইটা পড়ার পর যদি আপনার ভিতরে পরিবর্তন না আসে তখন বইলেন।এত সুন্দর এবং সুশীল ভাষায় আর কোন বইতে ফজর নামায নিয়ে লিখা আছে কিনা আমি জানি না।
এই বইটা অনেক অনেক সুন্দর একটা বই যেটা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে।এক কথায় অসাধারণ একটা বই।
পরিশেষে একটা কথা বলতে চাই আসুন আমরা আল্লাহর বিধান মেনে চলি। বিশেষ করে নিয়মিত ৫ওয়াক্ত নামাজ আদায় করি এবং কুরআন হাদীস পড়ে জীবনকে উজ্জ্বল ও আলোকিত করি।
বিঃদ্রঃ লেখার মধ্যে কোন ভূল হলে ক্ষমা করবেন।🙇🙏🙏🙏