ফাঁসির সেল থেকে দেখা বাংলাদেশ
ফাঁসির সেল থেকে দেখা বাংলাদেশ’ রাজনীতিবিদ, সংগঠক ও সাংবাদিক কামারুজ্জামানের শেষ রচনা। লেখাটি শুরু হয়েছে পলাশির যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে বাংলা অঞ্চলের পরাধীনতার সূচনাকালের বিবরণ দিয়ে। তারপর তিনি সংক্ষেপে ধারাবাহিকভাবে বিবরণী টেনেছেন ব্রিটিশ শাসনামলে মুসলমানদের স্বাধিকার আন্দোলনগুলোর। এরপর ব্রিটিশ শাসনামলের শেষ দিক থেকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত মোটামুটি কোথাও সংক্ষিপ্ত কোথাও বিস্তৃতভাবে জাতীয় রাজনীতির একটি স্কেচ এঁকেছেন।একাত্তর-পরবর্তী সময় থেকে বইটির সবচেয়ে প্রাণবন্ত অংশের বর্ণনা শুরু হয়েছে। কেননা, এর আগপর্যন্ত যে বয়ান লেখক দিয়ে আসছিলেন, সেখানে প্রতিফলিত হয়েছে নিছক একজন ইতিহাসপাঠকের পাঠের নির্যাস। কিন্তু একাত্তর-পরবর্তী সময় থেকে যে বর্ণনা শুরু হয়েছে, সেখানে লেখক কেবল একজন পাঠক বা গবেষক নন; বরং তিনি নিজেই সেই ইতিহাসের প্রত্যক্ষদর্শী এবং নিজেই একজন গুরুত্বপূর্ণ অংশীদারও বটে। একজন মেধাবী ছাত্রনেতা থেকে প্রাজ্ঞ জাতীয় নেতার বিবরণীতে দীর্ঘ চার দশকের জাতীয় রাজনীতি ও জামায়াতের অভ্যন্তরীণ রাজনীতির একটি সামগ্রিক ধারণা আমরা এই বইয়ে পেয়ে যাই, যা ইতিহাসের উল্লেখযোগ্য দলিল বিবেচিত হওয়ার উপযুক্ত।ঠিক আত্মজীবনী না হলেও ‘ফাঁসির সেল থেকে দেখা বাংলাদেশ’ আত্মজীবনীর যে রস, রূপ, গন্ধ; তার কিছু কিছু আমাদের পাইয়ে দেয়। আবার আত্মজীবনীর যে আত্মবয়ান কিংবা বারবার ‘আমি’ শব্দ উচ্চারণের শ্রুতিকটুতা, তা থেকেও বইটি অনেকাংশে মুক্ত। সব মিলিয়ে এটি একাধারে বাংলাদেশের জাতীয় রাজনীতির ইতিহাস পুস্তক, রাজনৈতিক বিশ্লেষণাত্মক গ্রন্থ ও আত্মজীবনীমূলক বইয়ের স্বাদ পাইয়ে দেবে পাঠককে।
ফাঁসির সেল থেকে দেখা বাংলাদেশ
বি:দ্র: ফাঁসির সেল থেকে দেখা বাংলাদেশ বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.