দুজন দুজনার
একছাদের নিচে একত্রে অনেক বছর বাস করেও কখনও সখনও সঙ্গের মানুষটিকে নতুন লাগে….এইযে নতুন বিনিসূতোয় সম্পর্কের নতুন মেলবন্ধন, তা কি একশব্দে ব্যক্ত করা যায়?এমন কিছু চমকে ওঠা, থমকে দেয়া, আবিরমাখা, আবেশছোঁয়া আর ঘোরলাগানো গল্প নিয়ে মাকতাবাতুল আযহারের নতুন উপহার ‘ দুজন দুজনার ‘।
দুজন দুজনার ,মাকতাবাতুল আযহার প্রকাশনীর ইসলামি বই টি পেতে ইসলামিক বইঘর ডট কম এ অনলাইন অর্ডার করুন এখনই।
১। দুজন দুজনার বইটি আপনি ফোন বা অনলাইন এর মাধ্যমে অর্ডার করার পর ইসলামিক বইঘর ডট কম আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার বিলি ঠিকানা নিশ্চিত করবে ।
৩। ইসলামিক বইঘর এখন ঢাকা ও এর আশেপাশে ক্যাশ অন ডেলিভারী ও কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে বই পাঠাচ্ছে । এবং ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে বই পাঠাচ্ছে ।
যে কোন ইসলামী বই পেতে ইসলামিক বইঘর.কম এর সাথেই থাকুন
বি:দ্র: দুজন দুজনার বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Alamgir Hossain Manik –
আদিল সাহেব অন্য দিনের চেয়ে একটু আগেই ঘুম থেকে উঠলেন।আজ তাড়াতাড়ি অফিস যেতে হবে।গত এক সপ্তাহ অফিসের কাজে ঢাকার বাইরে থাকতে হয়েছে।বাসা-অফিস দু’জায়গাতেই অনেক কাজ জমে গেছে।
স্ত্রী-পুত্রের সাথে বসে নাস্তা সেরে নিলেন।আজ আর খেতে বসে বেশি কথাবার্তা হলো না।প্রতিদিন তো তিনজনের ছোটখাটো আড্ডাই হয়ে যায় বলতে গেলে।আজ হলো না।
অফিসটা বাসার কাছেই।যেতে বেশিক্ষন লাগবে না।নাস্তা সেরে ব্যক্তিগত স্টাডিতে গিয়ে বসলেন।এক সপ্তাহ আর এখানে আসা হয়নি।টেবিলের উপর ধূলোর পুরু আস্ততন পড়ে আছে।আদিল সাহেব ধূলোর উপরই আঙুল দিয়ে লিখলেন,
“আমি তোমাকে ভালোবাসি ”
তিনি কামড়া ছেড়ে বের হয়ে আসলেন।আসার সময়য় টেবিলের ওপর চাবির গোছাটা রেখে আসলেন।বাসা থেকে বের হওয়ার সময় স্ত্রী দরজা পর্যন্ত এগিয়ে এলেন।সবসময়ই আসেন।হাসিমুখে বিদায় দেন।
দরজা খুলে বের হতে গিয়ে আদিল সাহেব বললেন,
-আমার চাবিটা ফেলে এসেছে স্টাডিরুমে।ওটা একটু এনে দিতে পারবে?
-জি, অবশ্যই।
চাবি এনে – মুচকি হেসে – স্বামীর হাতে দিল।
অফিস থেকে ফিরে, রাতে স্টাডিতে গেলেন।টেবিলটা এখন ঝকঝকে-তকতকে।সেখানে পেপারওয়েট চাপা দিয়ে রাখা একটা চিরকুট দেখতে পেলেন।সেটাতে লেখা,
“আমিও”।