দুই তিন চার এক বইটি ‘ইসলামে বহুবিবাহ’ বিষয়ে সম্পূর্ণ নিবেদিত একমাত্র বাংলা বই। এর মূল লেখক যখন বইটি ইংরেজিতে রচনা করেছিলেন তখন থেকে দীর্ঘ দিন যাবৎ ইংরেজিতেও এ বিষয়ে দুই তিন চার এক এটিই ছিল একমাত্র বই। লেখক তার রচনার স্বভাবসুলভ ঢং বজায় রেখে বিষয়টির প্রতি যথাযথ সুবিচার করেছেন। একান্তই একাডেমিক দৃষ্টিকোণ থেকে বিষয়টির নির্মোহ পর্যালোচনা করেছেন। কেবল বহুবিবাহের প্রয়োজনীয়তা ও উপকারিতা নিয়েই নয়,বরং বহুবিবাহভিত্তিক দাম্পত্য জীবন পরিচালনার ক্ষেত্রে ইসলামের খুঁটিনাটি নিয়ম-কানুন সংক্ষিপ্ত পরিসরে বিস্তারিত তুলে ধরেছেন। আশা করছি পাশ্চাত্যের সকল প্রপাগাণ্ডাকে পর্যুদস্ত করে মুসলিম সমাজে ইসলামী পরিবার ব্যবস্থা ফিরিয়ে আনতে, নারীদের সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠায় এ পুস্তক বাংলা ভাষাভাষী জাতির জীবনে একটি মাইলফলক হয়ে থাকবে।
[ দুই তিন চার এক সিয়ান পাবলিকেশন এর ইসলামি বই টি পেতে ইসলামিক বইঘর ডট কম এ অনলাইন অর্ডার করুন এখনই।]বি:দ্র: দুই তিন চার এক বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Alamgir Hossain Manik –
“ইসলামে বহুবিবাহ- দুই তিন চার এক”।
“তাহলে তোমরা বিয়ে করো নারীদের মধ্যে যাকে তোমাদের ভালো লাগে; দুটি, তিনটি অথবা চারটি।আর যদি ভয় করো যে, তোমরা সমান আচরন করতে পারবে না, তবে একটি”। (আন নিসা, ৪:৩)
পাশ্চাত্য দেশগুলোতে ইসলামের এই বহুবিবাহ বিধান নিয়ে খুব মাথাব্যথা।তারা মনে করে এর মাধ্যমে ইসলাম নারীদের মর্যাদা ক্ষুন্ন করে দিচ্ছে।অথচ আমরা স্পষ্ট জানি আজকাল পাশ্চাত্য দেশগুলোতে কি হচ্ছে।সেখানে নারীদের জীবনের কোন মূল্যই নেই যা শুধুমাত্র ইসলাম একটা নারীর জন্য বরাদ্দ করে রেখেছে।
আর পুরো পৃথিবীর অবস্থা দেখে বুঝা যায় নারীরা পুরুষদের তুলনায় অধিক হায়াতের অধিকারী হয়ে থাকে।যেকোন অসুখ-বিসুখ,যুদ্ধবিগ্রহ ইত্যাদিতে একটা দেশের পুরুষরাই নারীদের তুলনায় বেশি আক্রান্তের শিকার হয়।
সামগ্রিকভাবে নারীরা পুরুষদের তুলনায় সংখ্যায় অধিক।
১.রাশিয়া: (পুরুষ ৪৬.১% এবং মহিলা ৫৩.৯%)
২.যুক্তরাজ্য: (পুরুষ ৪৮.৫৫% এবং মহিলা ৫১.৪৫%)
৩.যুক্তরাষ্ট্র : (পুরুষ ৪৯.৭৩% এবং মহিলা ৫০.২৭%)
১৯৭০ সালের আদমশুমারি অনুযায়ী
পুরো পৃথিবীর প্রেক্ষাপট হিসেব করলে প্রতি তিনজন নারীর পক্ষেও চেষ্টা করলে একজন পুরুষ আলাদাভাবে স্বামী হিসেবে পাওয়া এখন অসম্ভব হয়ে দাড়িয়েছে।এই অবস্থায় বহুবিবাহের কোন বিকল্প নেই।
আর আল্লাহ পাকের বিধান যেভাবে রচিত হয়েছে সেটা কিয়ামতের আগ পর্যন্ত ঠিক সেভাবেই থাকবে।বহুবিবাহ এটা আল্লাহ পাকের বিধান।কারো সাধ্য নেই এর পরিবর্তন করার।
বইটাতে ইসলামে পুরুষের বহুবিবাহের যথেষ্ট দিকনির্দেশনা উল্লেখ করে দেওয়া হয়েছে।অসম্ভব সুন্দর হাতে লেখা লেখকের।আশা করি বইটা অধ্যয়নের মাধ্যমে বহুবিবাহ সম্পর্কে সকল কনফিউশন দূর হয়ে যাবে।