বিরাট ওয়াজ মাহফিল
‘বেগুন স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বেশি করে বেগুন খাওয়া দরকার।’ বললেন রাজা। রাজার কথা শেষ হতেই নাসিরুদ্দিন হোজ্জা দাঁড়িয়ে বললেন, ‘অবশ্যই বেগুন খাওয়া দরকার। বেগুনের গুণ বলে শেষ করার উপায় নেই। বেগুন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে, হৃদরোগের ঝুঁকি কমায়, মস্তিষ্কের উপকার করে, হজমে সাহায্য করে, ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। এত গুণ থাকার পরও জিনিসটার নাম বেগুন কেন রাখা হলো—সেটাই হলো কথা।’
কিছুদিন পর রাজা বললেন, ‘বেগুন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বেগুন খাওয়া উচিত না।’ নাসিরুদ্দিন হোজ্জা বললেন, ‘মোটেও উচিত না। বেগুন খুবই খারাপ একটা সবজি। বেগুন খেলে পরিপাকতন্ত্রে সমস্যা হয়। অ্যালার্জিজনিত সমস্যার জন্য বেগুন ভীষণ ক্ষতিকর। আর্থাইটিস বা সন্ধিপ্রদাহ, গলদেশ ফোলা, বমিভাব, চুলকানি এবং ত্বকের মারাত্মক ক্ষতি করে।’
রাজা বললেন, ‘কী ব্যাপার হোজ্জা, তুমি না সেদিন বেগুনের এত গুণ বয়ান করলা?’ হোজ্জা বললেন, ‘জাহাপনা, বেগুন আমার কাছে বিষয় না। বিষয় হলো আপনাকে খুশি করা। সেদিন বেগুন আপনার পছন্দ ছিল; আমি বেগুনের গুণ গাইলাম। আজ বেগুন আপনার অপছন্দ। সুতরাং খারাপ দিকগুলো তুলে ধরলাম।’
আজকাল কিছু বক্তার মাঝে নাসিরুদ্দিন হোজ্জাকে খুঁজে পাওয়া যায়। তাঁরা যাকে পছন্দ করেন, তাকে মুআল্লামুল মালাইকার কাতারে নিয়ে উঠান। আর যাকে পছন্দ করেন না, তাকে পায়ের নিচের ধুলোর সমতুল্যও মনে করতে রাজি হন না।
বি:দ্র: বিরাট ওয়াজ মাহফিল বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
ShantoBabu –
যতটুকু পড়লাম খুব ভালো লাগলো ধন্যবাদ।