বিপদ যখন নিয়ামাত
জীবনে স্বাচ্ছন্দ্য আর বিপদ যেন যুগপৎ আসে। এজন্যেই হয়তো বলা হয় শোকর আর সবর হলো দুই ভাই। আমাদের আশেপাশে এমন কত ঘর আছে যেখানে দুদিন আগেও বইছিল স্বস্তি আর শান্তির সুশীতল বাতাস। অহর্নিশ বিপদের ঝাঁপটায় তারাই আজ দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছে। আমাদের জীবনেও তো কতশত বিপদ আসে, আসবে।
দ্বীন পালনের পথটা তো আরও বেশি বিপদসংকুল। বিপদের সময় সালাফদের ঈমান বেড়ে যেত, অথচ আমাদের ঈমান হয়ে যায় নিভু-নিভু। অনেকে তো সামান্য বিপদে পড়েই দ্বীন পালনে বিতৃষ্ণ হয়ে যান, হারিয়ে ফেলেন আল্লাহর ওপর তাওয়াক্কুল, তাকদীরে বিশ্বাসের ভিত হয়ে পড়ে নড়বড়ে।
বিপদ বেশিরভাগ সময়ই আবির্ভুত হয় পরীক্ষারূপে। আমাদের একটু সতর্কতা বিপদরূপী সেই ঘন কালো মেঘকে রহমতের বারিধারায় পরিণত করতে সক্ষম । অন্যদিকে আমাদের সামান্য অসতর্কতার দরুণ সেই বিপদ কালবৈশাখীর রূপ ধারণ করতে পারে, ধ্বংস করে দিতে পারে আমাদের দুনিয়া এবং আখিরাত।
সর্বোপরি, আমাদের সম্পূর্ণ উম্মাহই আজ বিপদের ঘোর অমানিশায় দিন কাটাচ্ছে। মুসলিমরা সিরিয়াতে বোমার আঘাতে কেউ মরছে, চীনে কারারুদ্ধ হচ্ছে আর আরাকানে হয়েছে গণহত্যার শিকার। সাফল্যের সূর্যোদয় তো তখনই হবে যখন আমরা সেই বিপদরূপী অন্ধকারের স্বরূপ অনুধাবন করতে পারব। এ বইয়ে সেই অন্ধকার কাটানোর জন্যে প্রয়োজনীয় কিছু দিঙ্নির্দেশনা দেয়ার প্রয়াস চালানো হয়েছে যাতে আমরা কঠিনতম বিপদের মুহূর্তেও অবিচল থাকতে পারি।
বিপদের বাস্তবতা, বিপদের পরিচয় ও ফযিলত এবং পরীক্ষার সময় অবিচল থাকার উপায়সমূহ এই বইয়ের প্রধান আলোচ্য বিষয়। বিপদ এবং দুঃখ-দুর্দশার সময় কীভাবে একজন মুসলমান সঠিক দৃষ্টিভঙ্গি, উত্তম আচরণ এবং দৃঢ় মানসিকতার দ্বারা সবচেয়ে উত্তম পুরস্কার অর্জন করে নিতে পারে তা কুরআন-সুন্নাহর আলোকে এখানে আলোচনা করা হয়েছে।
বি:দ্র: বিপদ যখন নিয়ামাত বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Hafejur Rahman –
অসাধারণ