বান্দার প্রতি আল্লাহর ১০ নসীহত
কুরআনুল কারীম-এ সূরা আনআমের ১৫১,১৫২ ও ১৫৩ পরপর এ তিনটি আয়াতে আল্লাহ তাআলা নিজ বান্দাদের জন্য দশটি আদেশ তুলে ধরেছেন। ১৫১ নং আয়াতে পাঁচটি বিষয় রয়েছে,১৫২ নং আয়াতে চারটি বিষয় রয়েছে এবং ১৫৩ নং আয়াতে একটি বিষয় রয়েছে। আয়াত তিনটিতে দশটি বিষয়কে খুব সংক্ষেপে হলেও এমন পরিপূর্ণ অর্থবোধক ও সহজভাবে বর্ণনা করা হয়েছে যে,যেন সমুদ্রকে একটা ছোট্ট পানির পাত্রে বন্দি করে দেওয়া হয়েছে। ㅤ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন,উক্ত নসীহতগুলোর উপর সকল শরীআতের ইজমা তথা ঐকমত্য রয়েছে; কোনো শরীআতে এই দশটি নসীহতকে রহিত করেনি। ㅤ কাব আল-আহবার রাদিয়াল্লাহু আনহু বলেছেন,আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকেও তাওরাতে এই দশটি নসীহত করেছেন। তাওরাতের সমাপ্তিও হয়েছিল এই দশটি নসীহতের মাধ্যমে। ㅤ আয়াতগুলোতে বর্ণিত গুরুত্বপূর্ণ নসীহতগুলোকে সামনে রেখে আকীদা,জাতি ও সমাজ সংস্কারের কাজ করা যেতে পারে। ㅤ যদি কোনো সমাজে এই দশটি বিষয়কে বাস্তবায়ন করা হয়,তাহলে সেই সমাজ আধ্যাত্মিক,চারিত্রিক ও সাংস্কৃতিক দিক থেকে উন্নতি লাভ করতে থাকবে
বি:দ্র: বান্দার প্রতি আল্লাহর ১০ নসীহত বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.