আত্মসমর্পণ
জীবনের ঘুর্ণিপাকে আমরা হারিয়ে বসেছি আমাদের মূল্যবান সময়।কখনো বা আনমনে বসে থাকি,আবার কখনো ফেসবুকিং করে সময় কাটিয়ে দেই।মাঝে মাঝে হতাশ হয়ে পড়ি,কোনো এক অজানা কারণে।আমরা যখন অসুস্থ হই,তখন হকচকিয়ে যাই।কখনো বা অগাধ গুনাহে নিমজ্জিত হয়ে যাই।
দেখা গেছে মসজিদ পান থেকে সুরেলা কণ্ঠে আযানের ধ্বনি মুক্ত বাতাসে ভেসে আসছে কানে,অথচ আমরা তখন নিজেদের কাজে ব্যস্ত বা ফোন টিপায় মগ্ন হয়ে যাই৷কি আশ্চর্য! তাইনা?আসলে আমরা কি কখনো চিন্তা করি—আমাদের হাতের সময় যে স্বল্প।যে কোনো মহূর্তে মৃত্যু আসতে পারে!
দুনিয়া থেকে যদি জান্নাতে যাওয়ার পথটাই তৈরি না করতে পারি,তাহলে এ জীবনের মূল্য কী?
রবের নিকটে আমাদের ভুলের স্বীকৃতিগুলো তুলে ধরার সময় কি এখনো হয়নি আমাদের?
জীবনকে পরিবর্তন করার — গুনাহ থেকে বের হয়ে আসার মস্ত এক পরিকল্পনায় এই ক্ষুদ্র প্রচেষ্টা।
বি:দ্র: আত্মসমর্পণ বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.