আওরঙ্গজেব : বিতর্কের অন্তরালে
ভারতের অধিকাংশ মানুষের কাছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি কে? হিটলার বা লর্ড ক্লাইভ? না! আওরঙ্গজেব। তাদের দৃষ্টিতে, লক্ষ লক্ষ হিন্দুদের ‘খুন’ করা এ সম্রাট ধ্বংস করেছে ভারতের সংস্কৃতি, জুলুম করেছে হিন্দুদের উপরে। রক্তের নেশায় যে দৌড়ে বেড়াতো হিন্দু জনগোষ্ঠীতে। অনেকের মতে তিনিই ছিলেন সাম্প্রদায়িক সহিংসতার জনক, কট্টর মৌলবাদি।
কিন্তু আসলেই কি আওরঙ্গজেব এমন ছিলেন? কেন তিনি মৃত্যুদন্ড দিয়েছিলেন হিন্দু নেতাদের? আরোপ কেন করেছিলেন যিজিয়া? কেন হিন্দু অনেক সংস্কৃতিকে তিনি বিদায় করেছিলেন তাঁর দরবার থেকে? কেন তার বাবাকে বন্দি করে রেখে ক্ষমতা দখলে নিয়েছিলেন তিনি? তিনি কি আসলেই লাখ লাখ হিন্দু হত্যা করেছিলেন? মানুষ কি সত্যটা জানে?
এ সকল প্রশ্নের উত্তর নিয়ে কলম ধরেছেন লেখিকা অড্রি ট্রুসকে। তিনি আওরঙ্গজেবকে হোয়াইট ওয়াশ করেননি, বরং যথাসম্ভব সত্য তথ্য তুলে ধরতে চেয়েছেন। সমালোচনাও করেছেন কঠোরভাবে। কিন্তু সত্যের সন্ধানের এ মিশন পছন্দ হয়নি অনেকের। এ বইয়ের বিরুদ্ধে চালানো হয়েছে ব্যাপক প্রপাগান্ডা। লেখিকার সমাবেশেও চলেছে গালগাল।
কি এমন আছে এই বইয়ে যার কারণে ক্ষেপে গেলো এক শ্রেণির মানুষ?
জানতে হলে, পড়তে হবে।
বি:দ্র: আওরঙ্গজেব : বিতর্কের অন্তরালে বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.