এন্টিবায়োটিক
এটি একটি সরল গল্পগ্রন্থ। আর এই গল্পের মাঝেই উঠে এসেছে সহিহ হাদিসের নামে প্রচলিত ভুল ও অন্ধবিশ্বাসের প্রকৃত স্বরূপ। যার প্রতিটি পাতা সুসজ্জিত হয়েছে অকাট্য সব দলিল ও নান্দনিক উপস্থাপনার মাধ্যমে।
সঠিক দ্বীন মানতে চাওয়া আমাদের অজস্র দ্বীনি ভাই-বোনের জন্য আলোর দিশারি হবে অনবদ্য এই গ্রন্থটি।
বি:দ্র: এন্টিবায়োটিক বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Sazzad Hossain Raihan –
বইঃ- এন্টিবায়োটিক
লেখকঃ- শাহজাদা সাইফুল
পৃষ্টাঃ- ২৩৯
প্রকাশনাঃ- নিয়ন পাবলিকেশন
বিষয়বস্তুঃ- ‘সহীহ’ শব্দের অপব্যাখ্যার স্বরূপ উম্মোচন এবং গল্পে-গল্পে এর দালিলিক জবাব।
এই বইটি শারিরীক কোনো রোগের প্রতিষেধক নয়, এটি নবাগত ‘সহিহ’ নামক মহামারীর জরুরী প্রতিষেধক।
যুগের পরিক্রমায় ইসলাম ধর্মে নব্য তথাকথিত সহিহ পন্থিদের ফেতনা ফাসাদের নানারকম দলিল ও তাদের যাবতীয় প্রশ্নের সঠিক ব্যাখ্যা ও দালিলিক জবাবে ভরপুর এই বই।
এই বইয়ের দালিলিক সহায়ক গ্রন্থ হিসেবে শাহজাদা সাইফুল ভাই সহায়তা নিয়েছেন পবিত্র কুরআনুল কারীম থেকে শুরু করে মোট ২২০ কিতাবের।
এটি একটি সরল গল্পগ্রন্থ। আর এই গল্পের মাঝেই উঠে এসেছে সহিহ হাদিসের নামে প্রচলিত ভুল ও অন্ধবিশ্বাসের প্রকৃত স্বরূপ। যার প্রতিটি পাতা সুসজ্জিত হয়েছে অকাট্য সব দলিল ও নান্দনিক উপস্থাপনার মাধ্যমে।
ফেতনার যুগে এসে যখন চারিদিকে শুনতে পাচ্ছিলাম শিরক, বিদয়াতের পাইকারী ডেলিভারী। আমাদের বাপ-দাদার আমলের দিকে একদল লোক আঙ্গুল তুলছিলো, ঠিক যখন এই ধাঁচের একটি বইয়ের বড্ড প্রয়োজনীয়তা অনুভব করছিলাম ঠিক তখন খবর পেলাম এই বইয়ের।
মারামারিতে কোনো কিছুর সমাধান হয় না, চাই নম্রতা ও বিনয়ের সহিত দালিলিক আলোচনা, যা এই বইটি সাবলিল্ভাবে পূরণ করে।
এই বইটিতে খুবই গুরুত্বপূর্ণ মোট ১১টি অধ্যায় আলোচিত হয়েছে। যা হলো—
১। আল্লাহ তা’য়ালা কথায়?
২। আল্লাহ তা’য়ালার আকার ( দেহ ) সাব্যস্ত করা জরুরী? না কুফরী?
৩। অজুতে গর্দান ( ঘাড় ) মাসেহ করা কি বিদয়াত? না মুস্তাহাব?
৪। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের মতো?
৫। মাজহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ।
৬। নামাজে কতবার রফউল ইয়াদাইন সুন্নাতে রাসূল ?
৭। পুরুষের জন্য বুকের উপর হাত বাধা সুন্নাহ? নাকি মাখরূহ?
৮। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার মাপকাঠি কী?
৯। বিশ্বনবীর মা-বাবাকে কারা জাহান্নামি বানাতে চাই?
১০। মহিলাদের নামাজ পুরুষের মত সুন্নাত? না খেলাফে সুন্নাত?
১১। নামাজে ফাতিহার শেষে আমীন বলা সুন্নাহ- জোরে না আস্তে?
সঠিক দ্বীন মানতে চাওয়া আমাদের অজস্র দ্বীনি ভাই-বোনের জন্য আলোর দিশারি হবে অনবদ্য এই গ্রন্থটি।
১.আমাদের মধ্যে দ্বীনের ইখতিলাফ থাকবে; কিন্তু কখনো মনের ইখতিলাফ থাকবে না।
২.দলীল নেই আর দলীল না পাওয়ার মধ্যে অনেক তফাৎ।
তাই দলীল নেই এমন শব্দ না বলে বলুন, আমাকে দলীল খুঁজে পেতে সাহায্য করুন। কারণ, মুহাদ্দিসগন যখন কোনো দলীল না পেলে বলতেন, ‘লাম আজিদহু’ তথা আমি উহা (দলীল) পাইনি। কিন্তু দলীল নেই এমন কথা বলতেন না। কারণ মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে।
৩.চায়ের দোকানগুলোতে সবচেয়ে বেশি গীবতের পাপ হয়। কারণ এখানে এমন সব জ্ঞানী আর গুণীদের আবির্ভাব ঘটে; যারা ঘরে বউয়ের কাছে পাত্তা পায় না।
৪.সর্বাবস্থায় আকাশের দিকে তাকানো প্রিয় রাসূলের সুন্নাহ সমূহের মধ্য হতে একটি সুন্নাহ।
৫.রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, তবে আমাদের মতো মানুষ নয়। তিনি অতুলনীয় মহা মানব। তার সাথে মানবের তুলনা চলে না।
৬.মধ্যরাতে প্রিয়তমা স্ত্রীর জন্য আইসক্রিম কিনতে যাওয়ার মধ্যেও ভালবাসা লুকায়িত থাকে।
৭.কিছু মানুষের পাঞ্জাবি ইস্ত্রি করতে করতেই দিন কেটে যায়, বাট লাইফে আসল স্ত্রীর দেখা মিলে না।😊
৮.ভোরের সূর্য উদিত হলে অন্ধকার যেভাবে পলায়ন করে, হক প্রকাশিত হলে বাতিল তেমনিভাবে পলায়ন করে।
সর্বোপরি বলতে পারি এটি বর্তমান সময়ের আদর্শ বই, এবং অনন্য।