আমরা কেন ইসলামের পথে?
খাদিজা ইসলামের গৌরবময় ইতিহাস সম্পর্কে আগে কিছুই জানতাম না ইসলাম এ পৃথিবীর সব মানবের আশ্রয়কেন্দ্র। কেউ ইসলামের ছায়াতলে রয়েছেন,কেউ আশ্রয় নেবেন। কেউ বা এর ছায়াতলে পরম শান্তি খোঁজার চেষ্টা করেছেন। কারণ মহান আল্লাহ বলেছেন,’আমি তোমাদের ধর্ম হিসেবে ইসলামকে পছন্দ করেছি এবং ইসলামকেই তোমাদের ধর্ম হিসেবে মনোনীত করেছি।-আল কুরআন মহান আল্লাহ যাদের নির্বাচিত করবেন,পছন্দ করবেন এবং হেদায়েত করবেন কেবল তারাই ইসলামে প্রবেশ করে ধন্য হতে পারবে। কারণ সৎ পথ তারাই পান যাদের আল্লাহ পছন্দ করে থাকেন। তাদের তিনি মুক্তির পথ দেখিয়ে দেন। সৎপথ পাবার পরও যারা এ পথ থেকে মুখ ফিরিয়ে নেয় তারা আসলেই দুর্ভাগা। ইসলামগ্রহণ যারা করেন তারা আসলে কোনো না কোনো মাধ্যমে ইসলামের সন্ধান পেয়ে থাকেন। সম্প্রতি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির একটা সংবাদ সবাইকে বিস্মিত করে দেয়-আমেরিকার ৬০ বছর বয়সী মহিলা ইসলাম গ্রহণ করেছেন,তুরস্কের জনপ্রিয় টিভি সিরিজ দিরিলিস আরতুগ্রুল দেখে। যদিও এ সিরিজ ইসলামসম্মত নয়। এটাতে পর্দাহীন নারীদের অভিনয় রয়েছে,শরীয়তবিরোধী বাদ্যযন্ত্রের ব্যবহার রয়েছে। এছাড়াও শরীয়ত সমর্থন করে না এমন অনেক বিষয়ই রয়েছে। তবু মহান আল্লাহর কী অপার মহিমা! যুক্তরাষ্ট্রের উইসকনসিনের বাসিন্দা এই নারী ইসলাম গ্রহণ করে নিজের নতুন নাম রেখেছেন খাদিজা। নিজের ইসলাম গ্রহণের কথা বলতে গিয়ে ৬০ বছর বয়সী খাদিজা বলেন,এই সিরিজটি দেখার পর ইসলাম ধর্ম সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়।
বি:দ্র: আমরা কেন ইসলামের পথে? বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.