আমার কিছু ভাবনা
আমার কিছু ভাবনা লেখিকার কথা…
আমি আমাতুল্লাহ, আল্লাহর এক অতি নগন্য বান্দি। আলহামদুলিল্লাহ, দেরিতে হলেও আল্লাহকে চিনেছি। এতে আমার কোনো কৃতিত্ব নেই। মহান আল্লাহ নিজ করুণায় আমাকে তাঁর রহমতের ছায়াতলে আশ্রয় দিয়েছেন। তা না হলে অন্ধকারেই পড়ে থাকতাম। আখিরাত কি জিনিস, হয়তো কখনো অনুধাবনও করতে পারতাম না। আল্লাহ তাআলা বড় মেহেরবান। আল্লাহ কত বড়, তাঁর রহমত কত বিশাল ও ব্যাপক, তা কখনই বান্দা কল্পনা করে পরিমাপও করতে পারবে না। আল্লাহু আকবার!সত্যিকার অর্থে বই লেখার কোনো ইচ্ছে বা নিয়ত ছিল না। আগের কিছু খণ্ড খণ্ড লেখার সঙ্গে নতুন কিছু লেখা মিলিয়ে একমলাটে নিয়ে আসা যায় কি-না, সে ভাবনা থেকেই এ বই।আমি বাস্তবে লেখিকা নই। মনের ক্যানভাসে ভেসে বেড়ানো এলোমেলো অগুছালো কথাগুলোকে কাগজের পাতায় তুলে ধরার চেষ্টা করেছি।
এই বইটা তাদের জন্যে, যারা আমার এই এলোমেলো কথাগুলোই শুনতে চান। বইটা পড়ার সময় নসীহা নসীহা মনে হতে পারে; তবে সত্য এটাই যে, নসীহা দেয়ার কোনো যোগ্যতা আমার নেই।
সব মুসলিম ভাই-বোনের প্রতি ভালোবাসা থেকেই দু-চার কথা বলার চেষ্টা করেছি। নিজেও যেন কথাগুলোর ওপর আমল করতে পারি, সে উদ্দেশ্যেই বলা।
আমার অধিকাংশ লেখা আমার নিজেকে সম্বোধন করে। নিজে যেন আমল করতে পারি, সে নিয়তে কথাগুলো বলেছি। আমি বিশ্বাস করি, বলতে বলতেই দিলে বসে যায়, সহজে নিজের আমলে উঠে আসে।
আল্লাহ তাআলার সন্তুষ্টির ওপর যেন আমার মৃত্যু হয়, আপনাদের কাছে সে দোয়া চাই। আর এই বইটা বের হওয়ার পেছনের মানুষগুলোর কষ্ট, দোয়া ও ভালোবাসা আল্লাহ কবুল করুন। তাঁদের আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করুন।
আমার পরিবারের সবাইকেও আল্লাহ কবুল করুন, বিনা হিসাবে জান্নাত দিন।
আল্লাহ সবাইকে হেদায়েত দিন এবং মাফ করুন৷ আমীন।
-আমাতুল্লাহ
বি:দ্র: আমার কিছু ভাবনা বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.