আল্লাহর সন্তুষ্টির সন্ধানে
হে মুসলিম ভাইয়েরা! আল্লাহ’র সন্তুুষ্টি অর্জনই হলো আপনাদের জীবনের চুরান্ত উদ্দেশ্য, যা অর্জন করার জন্য আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এই লক্ষ অর্জনের জন্য জরুরী, আল্লাহ’র প্রতি একনিষ্ঠ হওয়া এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নাহর অনুসরণ করা।
এই পথ পুরোটা হেঁটে গিয়ে লক্ষ্যে পৌঁছাতে হলে আপনাকে এই জামানাতে সংখ্যালঘু নবাগত মানুষের মতো জীবনযাপন করতে হবে। কারণ বেশীরভাগ মানুষই এ পথে হাঁটা ছেড়ে দিয়েছে। তাদের কাছে এ পথের পথিকরা অপরিচিত অদ্ভূত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ” ইসলাম শুরু হয়েছিল অপরিচিত অবস্থায় এবং আবারো এটি অপরিচিত অবস্থায় ফিরে যাবে। অতএব অপরিচিতদের জন্য সুসংবাদ। ” (সহীহ মুসলিমঃ ৩৮৯)
এ দুনিয়ায় মানুষ সম্পদ প্রতিপত্তি, খ্যাতি-ক্ষমতার জন্য প্রতিযোগীতা করে। এটি অর্জনের লক্ষ্যেই তারা চেষ্টা-মেহনত করে। আর আখিরাত কামনাকারীরা তাদের কাছে নিতান্ত অপরিচিত অদ্ভুত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন “এই দুনিয়ায় একজন মুসাফির বা পথিকের মতো বসবাস করো। (সহীহ বুখারীঃ ৬৪১৬)
মুসাফির বা পথিকের মন তো তার চুরান্ত গন্তব্যেই পড়ে থাকে। পথিমধ্যে রঙ-বেরঙের বিনোদন দেখে সে সেখানে থেমে থাকে না।
“মুত্তাকিদের জন্য তাদের প্রতিপালকের নিকট এমন এমন বাগান রয়েছে, যার নিম্নে নদী প্রবাহিত। তাতে তারা চিরকাল বসবাস করবে।” (সুরা আলে ইমরানঃ ৩ঃ১৫)
বি:দ্র: আল্লাহর সন্তুষ্টির সন্ধানে বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.