আল-মুখতাসার মিন উলূমি আহলিল আসার (المختصر من علوم أهل الأثر)
কিতাবটির কিছু বৈশিষ্ট্য — ১. এই কিতাবে উলূমুল হাদীছের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর খোলাসা বা সারসংক্ষেপ ফনের মেজায-প্রকৃতির আলোকে সহজবোধ্য করে উপস্থাপন করা হয়েছে। ফলে আশা করা যায় প্রাথমিক থেকে শুরু করে উচ্চস্তরের তালিবুল ইলমগণও উপকৃত হতে পারবে। ২. সহজে আত্মস্থকরণের সুবিধার্থে কিতাবটিকে মূলপাঠ ও ব্যাখ্যা উভয় ভাগে ভাগ করা হয়েছে। পৃষ্ঠার শুরুতে মতন বা মূলপাঠে সংক্ষেপে প্রত্যেক আলোচ্য বিষয়ের মূলকথা বলে দেওয়া হয়েছে। এরপর আগ্রহীদের জন্য টীকায় প্রয়োজনীয় দলীল-প্রমাণ,উদাহরণসহ সবিস্তার আলোচনা করা হয়েছে। ৩. তথ্য-উপাত্ত গ্রহণের ক্ষেত্রে উৎসগ্রন্থ হিসেবে মৌলিকভাবে বেছে নেওয়া হয়েছে মুতাকাদ্দিমীন তথা প্রাচীন শাস্ত্রজ্ঞদের কিতাবাদি। পাশাপাশি মুতাআখখিরীন তথা পরবর্তী কালের শাস্ত্রবিদদের রচনা থেকেও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। ৪. কিতাবটিতে উলূমুল হাদীছের কিছু জটিল শাস্ত্রীয় পরিভাষা ও মূলনীতির ব্যাখ্যা-বিশ্লেষণ নিয়ে সবিস্তার আলোচনা করা হয়েছে। সেই সঙ্গে সেসবের প্রায়োগিক ক্ষেত্র উপমাসহ দেখিয়ে দেওয়া হয়েছে। ফলে গবেষণাধর্মী পাঠকের জন্য কিতাবটির উপযোগিতা আরও বৃদ্ধি পেয়েছে। এই কিতাব দেখে প্রাজ্ঞ লেখক ও গবেষক,জামিয়াতুল উলুমিল ইসলামিয়া ঢাকা-এর সিনিয়র মুহাদ্দিস শায়খ আব্দুল মতিন দা. বা. এর মন্তব্য- “কিতাবটি দেখতে ছোট হলেও এর উপকার অনেক অনেক বেশি। আমি এর অধিকাংশই পড়েছি এবং তা ছাত্রদের জন্য উপকারী পেয়েছি।”
বি:দ্র: আল-মুখতাসার মিন উলূমি আহলিল আসার (المختصر من علوم أهل الأثر) বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.