আকিদাহর পরিশুদ্ধি (উম্মাহর মুক্তিপথ)
আমাদের এও ভুলে যাওয়া উচিত নয়, আল্লাহর দিকে আহ্বানকারীর মাঝে ইলাহি মানহাজ (আল্লাহপ্রদত্ত মানহাজ) পূর্ণরূপে প্রকাশ পাওয়াটা খুবই জরুরি। যেন মনে হয় সে পৃথিবীর বুকে হেঁটে চলা এক জীবন্ত কুরআন। তার চলাফেরায় যেন মনে হয় এটি কুরআনেরই চলাফেরা। একজন দায়ির (দাওয়াতদাতা) দায়িত্ব হলো, তিনি পুরো শরিয়াহর দিকে দাওয়াত দেবেন। মানুষকে দ্বীনের মূল বিষয়ে দীক্ষিত না-করেই শাখাগত বিষয়ে চাপ প্রয়োগ করা কখনোই উচিত নয়; বরং দৃষ্টিকে দ্বীনের মৌলিক অবকাঠামোর দিকে নিবদ্ধ করতে হবে। যখন মানুষ নিজেদের মাথায় দ্বীনের পূর্ণ একটি চিত্র এঁকে নেবে, তাদের নিয়ে দ্বীনের পরিব্যপ্ত অঙ্গনে প্রবেশ করবে। দ্বীন ও এর শাখা-প্রশাখাগুলোর বিস্তারিত শিক্ষা দেবে।
সূচনালগ্নে এভাবেই ইসলাম মানুষের হৃদয়ে প্রতিষ্ঠিত হয়েছে। যখনই ইসলাম দিয়ে মানুষের অন্তর পুনর্গঠনের চেষ্টা করা হবে, এভাবেই করতে হবে। এর বিকল্প কোনো পন্থা নেই। এ পথই গ্রহণ করতে হবে। এসব আদেশ-নিষেধ যেমন আল্লাহ কর্তৃক ফরয, তেমনি তার অনুসরণও অলঙ্ঘনীয় ফরয। এভাবে মানুষের অন্তর গঠনেও আল্লাহপ্রদত্ত মানহাজ মেনে চলা ফরয। আল্লাহপ্রদত্ত মানহাজ পরিত্যাগ করলে দ্বীন প্রতিষ্ঠার সব প্রচেষ্টাই ব্যর্থতা বয়ে আনবে। আল্লাহর দ্বীন তো কখনো আল্লাহর ইচ্ছা ছাড়া টেকেনি, আর টিকবেও না। বিশ্বজগতের রব যে মানহাজ বর্ণনা করেছেন, তার অনুবর্তী হওয়া ছাড়া এর ভিত কখনোই দাঁড়াবে না। দ্বীনের বাস্তব দীক্ষা মানুষ পর্যন্ত পৌঁছে দেবার জন্য মানবসৃষ্ট সব মানহাজই ব্যর্থ হতে বাধ্য, বরং এটা দ্বীনের সাথে খেলতামাশা।
এই দ্বীনকে মানুষের হৃদয়ে প্রোথিত করার জন্য আল্লাহপ্রদত্ত মজবুত মানহাজই (পথ-পদ্ধতি) অবলম্বন করতে হবে। এ মানহাজের চিত্রই আল্লাহ ফুটিয়ে তুলেছেন এবং এ পথেই মানবজাতির নেতা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেছিলেন।
প্রথমে আকিদাহর পাঠ দিয়েই শুরু করতে হবে। মানবজাতির প্রকৃত ইলাহ (উপাস্য) কে? এই পৃথিবীতে তাদের অস্তিত্বের তাৎপর্য কী? দুনিয়ার জীবনে তাদের কী কী দায়িত্ব আছে? কে তাদের ওপর দায়িত্বশীল? কোন পদ্ধতিতে তাদের পরিচালনা করা জরুরি? বিশ্বের সাথে তার সম্পর্ক কেমন হবে? মহাজগতে তার অবস্থান কী?
এ সবকিছুর পরিচয় জানতে হবে।
সংক্ষেপে বলতে গেলে আল্লাহর মহত্ত্ব, তাঁর ভয় ও প্রভাব মানুষের অন্তরের গভীরে গেঁথে দেয়া এবং তাঁর সন্তুষ্টি পর্যন্ত পৌঁছার পদ্ধতি বাতলে দেয়া।
বি:দ্র: আকিদাহর পরিশুদ্ধি (উম্মাহর মুক্তিপথ) বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.