হোমো স্যাপিয়েন্স রিটেলিং আওয়ার স্টোরি
আমরা স্যাপিয়েনস, হোমো স্যাপিয়েনস। সুবিশাল মহাবিশ্বের এক সর্পিলাকার গ্যালাক্সির খুব সৌভাগ্যময় এলাকায় আমাদের নিবাস। এই এলাকার আদুরে নাম গোলডিলকস জোন। কীভাবে এই মহাবিশ্বের সূচনা ও বিকাশ হলো, নীলনয়না এই গ্রহে আমরা কবে এলাম, কীভাবে এলাম – এসব চিরাচরিত জিজ্ঞাসার উত্তর তোমরা হয়তো শুনেছো। হালফিলে বিজ্ঞান দিয়ে এসব প্রশ্নের উত্তর না পেলে, অনেকের কাছে স্বাদটা কেমন যেন পানসে মনে হয়।
তোমরা জেনেছো, পৃথিবীর অবস্থাকে জগতের কেন্দ্র থেকে এককোণায় ঠেলে দিয়েছিলেন কোপারনিকাস। কিন্তু তারপরও আমাদের বিশেষত্ব ক্ষুণ্ণ হয় নি-এটা মনে হয় জানো না। ডারউইন এসে বোঝালেন-আমরা আলাদা কিচ্ছু না, বরং অন্যান্য পশুর মতই। তবুও আমাদের স্বপ্নগুলো ধূসর হলো না। আমরা এখনো স্বপ্ন দেখি, গল্প-কবিতা লিখি, কল্পনার ঘুড়ি উড়িয়ে দিই নীলাম্বরে! বিজ্ঞানের সুধা পান করে তোমরা অনেক কিছু জেনেছো। আবার অনেক কিছুই জানো নি। কী জানো নি? কেন জানো নি? জানা কী দরকার? তোমার চিন্তার বাতায়নে মিষ্টি হাওয়া হয়ে মুখরিত হতে চাই, কানে কানে বলতে চাই – এসো, আমাদের গল্পটা আরো একবার শুনি। একটু ভিন্ন ধাঁচে, একটু ভিন্ন রঙে। আমরা হোমো স্যাপিয়েনস, আর এটা আমাদের গল্প।
বি:দ্র: হোমো স্যাপিয়েন্স রিটেলিং আওয়ার স্টোরি বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
মোহাম্মাদ সোহানুর রহমান –
বই : হোমো স্যাপিয়েনস : রিটেলিং আওয়ার স্টোরি
বিজ্ঞানের এ জগতে আমরা এ বিজ্ঞানের কত উদ্ভাবনের ব্যবহার করে নিজেদের জীবনকে সহজ করে ফেলেছি । কিন্তু এ বিজ্ঞান যখন ধর্মের বিপরীতে নানান কথ বলে মানুষকে নাস্তিকতার দিকে ধাপিয়ে দিচ্ছে । কিন্তু সে যুক্তি আর কতদূর গিয়েই বা টিকে থাকে ।
তারই ধারাবাহিকথায় ডা. রাফান আহমেদ তার বইয়ে সেই নাস্তিকদের কথার উত্তর দিয়েছেন িএবং বিজ্ঞান কীভাবে সকাল – বিকাল সত্য-মিথ্যা বলে তার কথা উল্লেখ্য আছে
বইটি আপনাদের খুবই ভালো লাগবে নিশ্চই ।