সালাহুদ্দিনের দিনগুলো
সুলতান ইউসুফ সালাহুদ্দিন একাধারে ছিলেন একজন দোর্দণ্ড সেনাপতি, প্রতাপশালী সুলতান, দয়ার্দ্র নেতা ও সহানুভূতিশীল রাষ্ট্রনায়ক। মোটকথা জীবন ও যুদ্ধের, মানব ও মানবিকতার সকল শাখাতেই তিনি ছিলেন অনন্য, অবিস্মরণীয়, চিত্তরঞ্জনশীল এবং দেদীপ্যমান। মুসলিম ইতিহাসে তিনি যোগ করেছেন স্বকীয় ঢঙ; সত্য, সৌন্দর্য ও শুদ্ধ চেতনার অনাবিল চিত্ররূপ। তার জীবন ও গল্পে উম্মাহর উদীয়মান নবীন তরুণ ও যুবকদের জন্য তিনি রেখে গেছেন স্বপ্ন, চেতনা ও সম্ভাবনার দারুণ সেতুবন্ধন। তার স্মরণ ও পাঠ উম্মাহর সচেতন পুরুষের বুকে চেতনা তুলে দেয়, জমে ওঠা আধুনিক প্রথাগত ধ্যানধারণার ব্যবচ্ছেদ ঘটিয়ে তার চোখে এঁকে দেয় নব্য ক্রুসেডমুক্তির শৌর্যিক স্বপ্ন। ঐতিহ্যসচেতন মুসলিম সন্তানকে তার সময়ের পাঠ অনুপ্রাণিত করে শাশ্বত চেতনায় উদ্ভাসিত এক আলোকিত ও সুদূরপ্রসারী পথে পা বাড়াতে।
বাইতুল মাকদিসের সামরিক বিজয় ও তৎকালিন খ্রিস্ট সমাজের মনোরঞ্জন ও তাদের প্রতি সহানুভূতিশীল আচরণসহ নানামাত্রিক ঐতিহাসিক অবদান তাকে তরতাজা রেখেছে ইতিহাসের পাতায়। মুসলমানদের ঐতিহ্যের কলমে তিনি যেমন বরিত ও স্মরিত হয়েছেন, একাধারে উঠে এসেছেন প্রাচ্যবিদ ও খ্রিস্ট ইতিহাসজীবিদের কালির হরফে। সালাহুদ্দিনের বিরলপ্রজ স্বভাবকুশলের স্বীকার করলেও ক্ষেত্রবিশেষ তার চরিত্রে কালিমা লেপন করতেও ভোলেনি তারা। দুঃখজনকভাবে আমাদের অনেক প্রসিদ্ধ, খ্যাতিমান তবে অসচেতন ঐতিহাসিকরাও সে-সব বিনেবিচারে উম্মাহর সামনে এনে নানা ঘটনায়, নানা চরিত্রে সুলতানের ব্যাপারে সংশয় তৈরি করেছেন। কেউ কাল্পনিক গল্প ফেঁদেছেন, কেউ শাব্দিক গোলকধাঁধায় বিস্তৃত কলেবরে রচনা করেছেন অসমর্থ, অসত্য এবং নিষ্ফলা উপন্যাস। দুর্ভাগ্যবশত আমাদের সমাজ নিরস ইতিহাসের পাঠ ছেড়ে সরস ও গরল গল্পোপন্যাসে হৃদয় বেঁধেছে। চেতনে-অবচেতনে তাদের গলাধঃকরণ করতে হয়েছে অনেক নির্জলা মিথ্যা ও প্রমাণহীন কল্পকাহিনী। ইতিহাসের এই নির্মল দায়বোধ থেকে সচেতনতার সাথে ‘সালাহুদ্দিনের দিনগুলো’তে তুলে আনতে চেয়েছি কিছু সত্যাশ্রিত চেতনাপ্রধান গল্প।
আমাদের সমাজে পাঠচক্রে, চেতনাবিতানে বা বীরত্বের মাহফিলে আমরা কেবল সেনাপতি, সুলতান; সালাহুদ্দিন বা ইমাদুদ্দিনের গল্প করি। তাদের প্রতীক্ষা ও ইনতেজারে থাকি। কিন্তু আমরা ভুলে যাই, একা একজন দোর্দণ্ডপ্রতাপ সুলতান বা সাহসী সেনাপতির পক্ষে ভয়ঙ্কর ক্রুসেড বাহিনীর কবল থেকে বাইতুল মাকদিসের পুনরুদ্ধার সম্ভব ছিলো না। তার সাথে যোগ হয়েছিলো একদল প্রশিক্ষিত এবং চেতনাদ্বীপ্ত সেনাদল। তবে আমরা তাদের সাইড করে রাখি; নতুন সমাজের বিনির্মাণে, গল্পে, বইয়ে বা উম্মাহর ভবিষ্যৎ স্বপ্নসাধনে—আমরা তাদের ভুলে যাই। অথচ সুলতান সালাহুদ্দিন একটি সংগ্রামী তাঁবু হলে এরা ছিলো সে-তাঁবুর বিশ্বস্ত চেতনার খুঁটি। আগামির যুদ্ধে একদল শুদ্ধ চেতনার কর্মোদ্যমী সাহসী সেনাদল তৈরির স্বপ্ন থেকে লিখতে শুরু করি এই বইটি। ‘সালাহুদ্দিনের দিনগুলো’ নাম হলেও, সবগুলো গল্পের মূল উপজীব্য তিনি নন; বরং সার্বিকভাবে বললে সালাহুদ্দিনের সময়কালের সামগ্রিক চেতনার সংক্ষিপ্ত বয়ান হাজির করাই বইটির অন্যতম প্রধান উদ্দেশ্য।
বি:দ্র: সালাহুদ্দিনের দিনগুলো বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না

সুলতান আহমাদশাহ আবদালি
সালাফদের হৃদয়ে রাসুলপ্রেম
আমরা সেই জাতি
সর্বশেষ নবী মুহাম্মাদ (সা:) হৃদয়ের বাদশা (১ম খণ্ড)
প্রভু হে তুমিই বলো
সুলতান মুহাম্মাদ ফাতিহ
মুসলিম জাতির ইতিহাস
হুদাইবিয়ার সন্ধি
রক্তে আঁকা কারবালা
কালিমাতুত তাওহীদ ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’ শর্ত ও তা ভঙ্গকারী বিষয়সমূহ
রব্বুল আ’লামীন
মোগল সম্রাট শাহজাহান
অদম্য ফিলিস্তীন
মুসলমানদের পতনে বিশ্বমানবতা কী হারালো
লেজেন্ডস অব ইসলাম (দুই খন্ড)
আপন ঘর বাঁচান
চেপে রাখা ইতিহাস
খাওয়ারিজম সাম্রাজ্যের ইতিহাস (দুই খণ্ড)
সভ্যতার এপিঠি ওপিঠ
আফটার দ্য প্রফেট
মাওলানা তারিক জামিল এর সেরা ৯টি বই
SCIENCE OF DAWAH
তোমাকেই বলছি হে আরব
ইমামু দারিল হিজরাহ মালিক ইবনে আনাস রহ. জীবন ও কর্ম
মোঙ্গল ও তাতারদের ইতিহাস (১ম খণ্ড)
খতমে নবুওয়াত
পৃথিবীতে হলো হাশরের বিচার
ফিলিস্তিন যুদ্ধের ১০০ বছর
মুসলিম উম্মাহর ইতিহাস ১৫-১৭ খণ্ড (উন্নত সংস্করণ)
ভারতবর্ষে মুসলমানদের অবদান
প্রিয় নবীর জবানে ফিলিস্তিন
শুহাদেয়ে কারবালা হোসাইনা আদর্শ
ক্ষণস্থায়ী রঙিন দুনিয়া
খ্রিষ্টধর্ম ও চার্চ বিকৃতির ইতিহাস
যাঁর প্রেরণায় ধন্য পৃথিবী (১ম খণ্ড)
ছোটদের ইমাম আযম আবু হানীফা (রহ.) 
Reviews
There are no reviews yet.