সহজ আরবি ভাষা শিক্ষা (১ম খন্ড)
আরবী ভাষা কুরআন এবং সুন্নাহর ভাষা।আমরা যেই কুরআনুল কারীম পড়ি ঠিক এই বাক্যগুলোই আল্লহ পাক জিব্রাঈল আ. কে শিখিয়ে পাঠিয়েছেন,তিনি শিখিয়েছেন আমাদের প্রিয় নবিজিকে,আবার তিনি শিখিয়েছেন সাহাবাদেরকে। এভাবে সালফে সালেহীনগণ হয়ে তা ছড়িয়ে পড়েছে আল্লহর হুকুমে সর্বত্র।
এই কুরআন নিজে পড়ে অর্থ বুঝতে পারার আনন্দ তাই অনেক,যা হৃদয়ে অনুভূত হয় যে তিলাওয়াত করে বুঝতে পারে তার।
একটা সময় ইসলামে ফিরে আসা প্রেক্টিসিং ভাই বোনরা তাই শুরু করেন ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে পড়াশুনা।কেউ কুরআনুল কারিম হিফয করেন,কেউ কিতাব বিভাগে ভর্তি হন।কেউ অফলাইনে মাদ্রাসায় ভর্তি হন কেউবা আবার অনলাইনে শিখা শুরু করেন।
আরবী ভাষার প্রতি অনেক আলেম অনেক গুরুত্বারোপ করেছেন।
এটি এমন একটি ভাষা যা শুধু দুনিয়ায় নয় জান্নাতের ভাষাও আরবী।
একটা ভাষার যতই অনুবাদ করা হোক না কেনো প্রকৃতভাবে পুরোপুরি সেই ভাষার ভাব প্রকাশ করা সম্ভব হয়না।এর জন্য উক্ত ভাষা সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন।
আর তাই আরবী শিক্ষার গুরুত্ব অনেক।
যখন আপনি নিজে আরবী শিখবেন,কুরআন তিলাওয়াত করে নিজেই অর্থ বুঝতে পারবেন তখন এই পারার আনন্দটা আপনার হৃদয়ে অনুভব করতে পারবেন ভালোভাবে।
আরবী ভাষা শিক্ষার জন্য প্রাথমিক অনেক বই আছে। কিন্তু এই বইটা একেবারে অন্য ধাচের। জেনারেল লাইনে পড়ুয়া সেই সব ভাই বোনদের জন্য উপযোগী যারা ইংরেজীর মাধ্যমে সহজে বুঝতে চান।
যারা জেনারেল লাইনে পড়াশুনা করেছেন,ইংরেজী থেকে সাবলীলভাবে অল্প সময়ে আরবী শিখতে চান তারা এই কিতাবটি ফলো করতে পারেন।
বি:দ্র: সহজ আরবি ভাষা শিক্ষা (১ম খন্ড) বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
forhad –
Better