রাসায়েলে আবরার
আল্লাহ পাক তাঁর কোনো কোনো খাস বান্দার অন্তরকে স্বীয় মা‘রেফাতের নূরে এমন আলোকিত করেন যে, তাঁরা তাঁদের অভ্যন্তরের নূরকে যতই লুকানোর চেষ্টা করেন, আতরের সুবাসের ন্যায় তা শুধু ছড়াতেই থাকে এবং কোনো কোনো ক্ষেত্রে তা তাঁদের প্রতিটি আচরণ ও উচ্চারণ থেকে ঠিকরে বের হতে থাকে। এ ধরনের বুযুর্গদের চেনার জন্য বুযুর্গ হওয়ারও প্রয়োজন নেই।
সাধারণ ও বিশেষ নির্বিশেষে যে কেউ একটু সচেতন হলেই তাঁদের চিনতে পারে। এ পর্যায়ের বুযুর্গ ছিলেন আমাদের মুরুব্বী ও শায়েখ মুহিউস্ সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক ছাহেব রহ.। হযরতের রচনাসমূহের মধ্য থেকে নির্বাচিত দশটি পুস্তিকার সমন্বয়ে এই কিতাব সংকলিত হয়েছে। এতে সমাজের বিভিন্ন স্তরের লোকদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া বিভিন্ন দ্বীনী দুর্বলতা ও বাড়াবাড়ির ব্যাপারগুলো চিহ্নিত করে তার যথোপযুক্ত প্রতিকার বাতলে দেওয়া হয়েছে।
বি:দ্র: রাসায়েলে আবরার বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.