মৃত্যু থেকে মহাপ্রলয়
একবার খলিফা সুলাইমান বিন আব্দুল মালিক মদিনায় এলেন হজের সফরের সময়। তিনি জানতে চাইলেন, ‘এমন কেউ কি আছেন, যিনি কয়েকজন সাহাবির সাক্ষাৎ পেয়েছেন?’ লোকেরা উত্তর দিল, ‘হ্যাঁ, আছেন, আবু হাজম।’ সুলাইমান আবু হাজমকে ডেকে পাঠালেন। আবু হাজম এলেন। সুলাইমান জিজ্ঞেস করলেন, ‘আবু হাজম, আমাদের কী হবে? আমরা তো মৃত্যুকে অপছন্দ করি!’ আবু হাজম বললেন, ‘আপনারা নিজেদের দুনিয়ার জীবন আবাদ করেছেন, আর আখিরাতের জীবন বরবাদ করছেন। তাই আপনারা আবাদ থেকে বরবাদের দিকে যেতে অপছন্দ করছেন।’ সুলাইমান বললেন, ‘আপনি সত্য বলছেন।’ এরপর বললেন, ‘হায়, আমি যদি জানতাম, আমার জন্য আল্লাহর কাছে কী আছে!’ আবু হাজম বললেন, ‘আপনি কুরআনের মাঝেই তার জবাব পাবেন।’ সুলাইমান জিজ্ঞেস করলেন, ‘সেটা কোথায়?’ আবু হাজম উত্তর দিলেন, ‘আল্লাহর এ বাণীতে—
إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ – وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ
“নিশ্চয় পুণ্যবানরা থাকবে জান্নাতে। আর পাপীরা থাকবে জাহান্নামে।”’ (সুরা আল-ইনফিতার : ১৩-১৪)
সুলাইমান : আল্লাহর রহমত কোথায়?
আবু হাজম : আল্লাহর রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী।
সুলাইমান : হায়, আমি যদি জানতাম, কোন অবস্থায় আল্লাহর সামনে উপস্থিত হব!
আবু হাজম : পুণ্যবানকে এমন অবস্থায় আল্লাহর সামনে উপস্থিত করা হবে, যেন পরিবার থেকে দীর্ঘ দিন দূরে থাকা কোনো সদস্য ফিরে এসেছে। আর গুনাহগারকে এমন অবস্থায় আল্লাহর সামনে উপস্থিত করা হবে, যেন পলাতক গোলামকে তার মনিবের সামনে হাজির করা হয়েছে।
এ কথা শোনার পর সুলাইমান কাঁদতে লাগলেন। এমনকি কাঁদতে কাঁদতে একসময় তার আওয়াজ উঁচু হয়ে যায়। তার কান্না প্রবল আকার ধারণ করে। এরপর আবু হাজমের উদ্দেশে তিনি বলেন, ‘আমাকে অসিয়ত করুন।’ আবু হাজম বললেন, ‘আপনি সাবধান থাকুন, আল্লাহ যেন আপনাকে নিষিদ্ধ কিছুতে না দেখেন অথবা আদিষ্ট কিছুতে অনুপস্থিত না দেখেন।’
বি:দ্র: মৃত্যু থেকে মহাপ্রলয় বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না

দরসে তিরমিযী প্রথম খণ্ড
মুনাফিকী থেকে বাঁচুন
সুন্নাতী জীবন
কথা বলতে শিখুন
লিডারশিপ লেসন্স ফ্রম দ্য লাইফ অব রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
ইসলামের মর্মকথা
ইতিহাসের প্রথম ঘটনাবলী
চিন্তা-চেতনার ভুল
মাউযু হাদীস বা প্রচলিত জাল হাদীস
ইকরামুল মুসলিমীন বিষয়ক চল্লিশ হাদীস
আহকামুল হাদীস
বাইতুল্লাহর মুসাফির
মুমিনের ৩৬৫ দিনের আমল
মহানবীর (সা.) মহান জীবন (৩য় খণ্ড)
কুরআনুল কারিম ও সমকালীন বিশ্বমুসলিম
রমযানুল মুবারক
মরণের আগে ও পরের জীবন 
Reviews
There are no reviews yet.