মনের উপর লাগাম
মনের উপর লাগাম প্রেম যে কত মানুষকে ধ্বংস করেছে, তার খবর কে জানে! কারো শরীর, কারো ধর্ম, কারো বা দুটোই প্রেম নদীর গর্ভে বিলীন হয়েছে। যাম্মুল- হাওয়া (খায়েশের সমালোচনা) বইতে প্রেমের ভূত তাড়ানোর বেশকিছু প্রতিষেধকের কথা বলেছি। তার কিছু কিছু এখানেও বলেছি।
এই রোগ তাড়ানোর প্রথম ঔষধ হচ্ছে চোখ নামিয়ে রাখুন। এটাই মোক্ষম দাওয়াই। না হলে অন্য অনেকের মতো আপনাকে এই রোগে ধুকেধুকে মরতে হবে।
ক্যান্সারের মতো প্রেম জীবাণু সারা শরীরে ছড়িয়ে পড়ার আগেই যদি প্রতিকার করা যায় তাহলে ফায়দা পাবেন। কিন্তু একবার যদি সেটা গভীর প্রণয়ে রূপ নেয় তাহলে চিকিৎসা কাজে আসার সম্ভাবনা খুব কম।
অনাকাঙ্ক্ষিত কিছুর দিকে অসতর্কে হঠাৎ চোখ পড়ে গেল প্রেম জন্মায় না। কিন্তু বারবার যদি তাকাতেই থাকেন, আপনার মনের লোভ আর যৌবনের আকর্ষণ হাত ধরে টেনে আপনাকে প্রেমে পড়াবে।
তাই বাঁচতে হলে ক্যান্সার হওয়ার আগেই পদক্ষেপ নিন। যা কিছু যত উপায়ে প্রেমের উস্কানি দেবে তাতে বাধা দিন। যেহেতু দৃষ্টি সবার আগে যায়, তাই চোখ নামিয়ে রেখে প্রথম বাঁধটা তৈরি করতে হবে। এজন্য ধৈর্য ধরে সহ্য করতে হবে কিছুদিন। আত্মনিয়ন্ত্রণ আর মনের শক্তি সেরা ঔষধ। এই ঔষধে সাহায্যে পাবেন আল্লাহকে ভয় করলে।কুকীর্তির কথা জানাজানি হলে যে লাঞ্ছনাকর পরিস্থিতিতে পড়বেন সেটা কল্পনা করলেও কাজে দেবে। যার প্রতি প্রেম জেগেছে তার ভেতরের দোষত্রুটির কথা স্মরণ রাখুন। ইবনু মাস’ ঊদ বলেছেন কারো যদি কোন নারীকে ভালো লাগে, তাহলে সে যেন তার খুঁতের কথা মাথায় রাখে।”
যদি বিয়ের সামর্থ্য থাকে এবং বিয়ে করা যদি বৈধ হয়, তা হলে কারো প্রতি প্রেম জাগলে বিয়ে করতে পারলে ভালো। বিয়ে করতে পারলে এ রোগের তীব্রতা কমবে। আরো বেশ কিছু উপায় আছে;
১/ একাধিক বিয়ে
২/ উপপত্নী
৩/ লম্বা দূরত্বের সফর
৪/ ভালোবাসার মানুষ থেকে পাওয়া ধোঁকার কথা মনে করা।
৫/ ধার্মিকতা, দুনিয়াবিমুখতা (যুহদ) বিষয়ক বই
৬/ মৃত্যুর কথা স্মরণ
৭/ রোগী ও কবরস্থান দেখতে যাওয়া
যা চাচ্ছেন তা পাওয়ার পর যে একটা অনীহা চলে আসবে সেটা নিয়ে ভাবুন। জীবিত মানুষের সদা পরিবর্তিত মনের কথাও মাথায় রাখুন। অন্যদের থেকেও সাহায্য নিতে পারেন। কখনও কখনও অন্যরাও আপনাকে ধ্বংসের তীর থেকে উঠে আসতে সাহায্য করতে পারেন।
মনে রাখবেন, মাত্র একটি ভুলের কারণে প্রথম পুরুষ, প্রথম নারী আদম হওয়াকে জান্নাত ছেড়ে নশ্বর পৃথিবীতে নেমে আসতে হয়েছিল। আল্লাহ তাদের দুজনের উপর শান্তি বর্ষণ করুন।
মনের উপর লাগাম
[রিভিউ লেখেছেনঃ Muhammad Ashraful]বি:দ্র: মনের উপর লাগাম বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Nur –
Valo onek valo boi
sayedarafat –
সেরা বই