বায়তুল্লাহর পথে
হজ্জ ও বায়তুল্লাহর সফর ঈমানদারের যিন্দেগীর পরম সৌভাগ্যের প্রতীক। মুমিনের অন্তরে আল্লাহ ও তাঁর রাসূলের মহব্বতের পরই আল্লাহর ঘরের আকর্ষণ থাকে সবচেয়ে বেশি। মূলত এ আকর্ষণ ও টানই যখন প্রবল হয় তখনই শক্তি-সামর্থ্য না থাকলেও আল্লাহপাক নিজের ঘরে ডেকে নেন। অকল্পনীয়ভাবে বায়তুল্লাহর সফরের ব্যবস্থা করে দেন। বান্দা কখনো বুঝতে পারে, আবার কখনো তা বুঝতে ব্যর্থ হয়।
আল্লাহর প্রিয় বান্দাদের প্রায় সকলের অন্তরেই বায়তুল্লাহয় হাজিরির আশা এমন প্রবল থাকে যে, তা দেখে বাহ্যদর্শী লোকেরা কোনো কোনো সময় তাদেরকে পাগলই ভেবে বসে। অথচ তারা কেবল যে সুস্থমস্তিষ্ক তা-ই নয়, বরং তাদের মস্তিষ্কের সুস্থতা ও পূর্ণতা অন্যদের তুলনায় অনেক বেশি। তারা তো তাদের অন্তরে প্রজ্জ্বলিত ‘ইশকে ইলাহী’র আগুন সর্বদা গোপন রাখতেই অভ্যস্ত। কিন্তু খোদাপ্রেমের লাভা তো সব সময় বাধা মানে না। কখনো কখনো তার দুর্দান্ত স্রােত জ্বালামুখ ছাপিয়ে বাইরে চলে আসে।
আমরা হজ্জের জন্য বৈষয়িক ও আসবাব-পত্রের প্রস্তুতি তো খুব ভালোভাবেই গ্রহণ করি (এমনকি বিভিন্ন কিতাবে লেখা আসবাব-পত্রের তালিকা মিলিয়ে মিলিয়ে সুই-সুতা-গেঞ্জি-লুঙ্গি পর্যন্ত নেওয়ার জন্য সাবধানতা অবলম্বন করি) কিন্তু মন-মস্তিষ্ককে সেভাবে প্রস্তুত করি না। এ কিতাব পড়লে ইনশাআল্লাহ মানসিক প্রস্তুতিও হাসিল হবে। আর এটাই হলো হজ্জের প্রাণ।
বি:দ্র: বায়তুল্লাহর পথে বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.