নেতৃত্বের প্রাথমিক বোঝাপড়া
আলোচ্য বিষয় :
বইয়ের নামেই রয়েছে আলোচ্য বিষয়। তাছাড়াও লেখক নিজে বইয়ের নামের নিচে ছোট বর্ণে লিখে দিয়েছেন “পারিবারিক, পেশাগত, সামাজিক ও রাজনৈতিক জীবনের জন্য”। অর্থাৎ নেতৃত্ব দেয়া ও নেতৃত্ব অর্জনের ক্ষেত্রে বিশেষকরে উল্লিখিত ক্ষেত্রসমূহে সফলতার সাথে নেতৃত্ব দেওয়ার জন্য বইটি বিশেষ ভূমিকা রাখবে।
সূচীপত্রের আলোকে :
নেতৃত্বের প্রাথমিক বোঝাপড়া বইটিতে একটি লম্বা সূচীপত্র রয়েছে। বোল্ড বা মোটা অক্ষরে রয়েছে মূল পর্ব অর্থাৎ অধ্যায়ের নাম এবং এর অধীনে রয়েছে অনুচ্ছেদ বা আলোচ্য বিষয়ের নাম।
এক. নেতৃত্ব কী এবং কেন?
লেখক এই শিরোনামে নেতৃত্ব সম্পর্কে প্রাথমিক ধারণা দিয়েছেন। বিশেষ করে নেতা কে? নেতৃত্ব কি? দায়িত্ব কি? ইত্যাদী বিষয়ে বেশ উপাদানমূলক আলোচনা করেছেন।
দুই. নেতার মৌলিক দায়িত্ব
এখানে সুনির্দিষ্টভাবে নেতার মৌলিক দায়িত্বের কথা বলা হয়েছে। বিশেষ করে একজন টিম লিডারের করণীয় ও সুদূর প্রসারী চিন্তার কথা বলা হয়েছে।
তিন. নেতৃত্বের উপাদান
এই পর্বে এসে লেখক একজন নেতার দক্ষতা-গুণাগুণ ও মূল্যবোধ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। বিশেষ করে করণীয়, অর্জনীয় ও বর্জনীয় গুণাবলীর কথা বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই পর্বটি আমার কাছে বিশেষ গুরুত্ববহ মনে হয়েছে।
চার. নেতৃত্বের প্রভাব উৎস
এই পর্বে এসে নেতৃত্বের উৎস সম্পর্কে এবং নেতৃত্বের মৌলিক বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে।
পাঁচ. নেতৃত্বের স্তর
বিশেষ করে কর্মক্ষেত্রে ও সামাজিক ক্ষেত্রে কিভাবে স্তর বিন্যাস হয় এবং সেখানের নেতৃত্ব কিভাবে সামনের দিকে এগিয়ে নিতে হয়, এই ব্যাপারে সবিস্তারে আলোচিত হয়েছে এই পর্বে।
ছয়. নেতৃত্বের ধরণ, পরিণতি ও ফলাফল
এখানে লেখক অতীত ও বর্তমানকালীন বিভিন্ন নেতৃত্বের উপর বিশ্লেষণ করে ধরণ, পরিণতি ও ফলাফল সম্পর্কে সিদ্ধান্ত দিয়েছেন। তবে নেতৃত্বের আরো ধরণ নিয়ে এখানে আলোচনা হতে পারত।
সাত. বিভিন্ন পেশায় নেতৃত্বের প্রাসঙ্গিকতা
কর্মক্ষেত্রে নেতৃত্বকে সামনের দিকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে এখানে আলোচিত হয়েছে।
আট. নেতৃত্বের উন্নয়ন
এই পর্বে লেখক চমতকারভাবে নেতৃত্বের উন্নয়নে করণীয় সম্পর্কে আলোচনা করেছেন। বিশেষকরে মা-বাবার করণীয় ভাল লেগেছে।
নয়. সঙ্কটে করণীয় ও ভাল নেতৃত্বের লক্ষণ
এই পর্বটি “আট” নম্বর পবেই আলোচনা করতে পারতেন। কিন্তু তিনি আলাদা আলোচনা মাধ্যমে আমার মনে হয় “সঙ্কটকালীন মূহূর্তে” একজন নেতার সঙ্কট থেকে বাঁচার উপায়টি বিশেষভাবে বুঝাতে চেয়েছেন। এটা বেশ ভাল প্রচেষ্টা।
দশ. বিবিধ
এই পর্বটিও দারুন! বেশ চমতকার মোটিভেশনাল আলোচনা এখানে রয়েছে।
এগার. সমাপ্তি
এই পর্বে লেখক নেতৃত্ব সম্পর্কে মনীষীদের অমিয় বানীসমূহকে একত্রিত করেছেন। যা খুবই চমতকার।
আর তার এই বইটি লেখার জন্য যে সকল বইসমূহ পড়তে হয়েছে, তার একটি তালিকা দিয়েছেন। সর্বমোট ৫৪ টি বইয়ের তালিকা দিয়েছেন, যা তিনি “উল্লেখযোগ্য কয়েকটি” বলে আখ্যায়িত করেছেন।
নেতৃত্বের প্রাথমিক বোঝাপড়া
বি:দ্র: নেতৃত্বের প্রাথমিক বোঝাপড়া বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.