দ্য লিজেন্ড মহান বীর সুলতান ইমামুদ্দিন জিনকির জীবনী
কী বিষয় নিয়ে রচিত বইটি—জানতে নিচের লেখাটি পড়তে হবে।
খলিফা মনসুর, হারুন, মামুন ও মুতাসিমের পর খেলাফতে আব্বাসিয়ার প্রতিটি স্তম্ভ ও কড়িকাঠে পতনের যে ঘুনপোকা লেগেছিল, তা নিঃসাড় ও নিষ্প্রাণ করে দিয়েছিল কেন্দ্রীয় খেলাফতের কাঠামো। তা দেখে লোভের লালা ঝরছিল ইউরোপীয় শৃগালদের জিহ্বা থেকে। খেলাফতের সে জীবন্ত লাশকে তারা ছিঁড়েফেড়ে খাবার জন্যে সাত সমুদ্দুর পাড়ি দিয়ে এশিয়ায় আসতে চাইছিল মাংসাসী ক্রুসেডীয় শৃগালের পাল। কিন্তু সুলতান মালিকশাহ সালজুকি নামক এক মুসলিম সিংহের ভয়ে সাহস করে উঠতে পারেনি তখন।
সেই মালিকশাহের অন্তর্ধানের পর গৃহযুদ্ধের কবলে পড়ে যখন মুসলিম সাম্রাজ্য হয়ে পড়ে খণ্ডবিখণ্ড, তখন সেই শৃগালের পাল সাগর পাড়ি দিয়ে এসে কামড় বসায় ইসলামি সালতানাতের কলিজায়। একে একে দখল করে নেয় বিশাল মুসলিম এলাকা। একপর্যায়ে ৪৯২ হিজরির রজব মাসে দখল করে নেয় মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মাকদিস।
সেই ঘনঘোর সময়ে সুলতান মালিকশাহের একসময়ের প্রধান সেনাপতি, পরবর্তীকালে হালাবের শাসক আক সুনকুর ওরফে কাসিমুদ্দৌলাহর ঔরষে জন্ম নেন ইসলামের এক মহান সেনাপতি আবুল মুজাফ্ফার ইমাদুদ্দিন জঙ্গি। যাঁর আবাল্যের স্বপ্ন ছিল ক্রুসেডারদের হাত থেকে মুসলমানদের হারানো রাজ্যগুলো পুনরোদ্ধার। সেই ইমাদুদ্দিনই সুলতান মওদুদের সাথে মিলে ক্রুসেডারদের উপর হানেন প্রথম আঘাত। কিন্তু পরবর্তীতে টানা ১০ বছর তাঁকে জড়িয়ে থাকতে হয় গৃহযুদ্ধের কাদায়। তবে গৃহযুদ্ধ থেকে একটু অবকাশ পেতেই তিনি পুনরায় একের পর এক আঘাত হানেন ক্রুসেডারদের কলিজায়। উদ্ধার করতে থাকেন একেরপর এক রাজ্য। উদ্ধার করেন শক্তিশালী দুর্গ ও তাদের শক্তিকেন্দ্র ‘আর রাহা’।
কাপুরুষ শৃগালরা তখন চক্রান্তের পথ ধরে শহিদ করে ফেলে সেই মহান মর্দে মুজাহিদকে। তবে মৃত্যুর পূর্বে তিনি তাঁর সেই ইমানি জযবা আমানত রেখে যান তদীয় পুত্র সুলতান নূরুদ্দিন জঙ্গি ও সালাহুদ্দিন আইয়ুবির পিতা নাজমুদ্দিন আইয়ুবির মধ্যে।আর সেই জযবাই উত্তরাধিকার সূত্রে বহন করেন সর্বকালের মুসলিম উম্মাহর গর্বের ধন সুলতান সালাহুদ্দিন আইয়ুবি। তিনি সুদীর্ঘ ৯১ বছর পর বায়তুল মাকদিস বিজয়ের মাধ্যমে সেই শৃগালগুলোক তাড়িয়ে দেন সাগরের ওপারে। বাস্তবায়ন ঘটান সুলতান ইমাদুদ্দিনের সোনালি স্বপ্ন।
‘দ্য লিজেন্ড’ গ্রন্থে রয়েছে সেই মর্দে মুজাহিদের শিহরণ জাগানিয়া জিহাদি তৎপরতার বর্ণনা। গ্রন্থটি পাঠ করলে মনে হবে আপনিও যেন ইমাদুদ্দিন জঙ্গির একজন সিপাহি হয়ে দাপিয়ে বেড়াচ্ছেন সেইসব জিহাদের ময়দান।
— আবদুর রশীদ তারাপাশী
বি:দ্র: দ্য লিজেন্ড বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.