অবিশ্বাসের সমাপ্তি
গল্পে মজে মন। তাই গল্পের আয়ুটা আজীবনের। হয়ত সেটা হতে পাওে সত্য বা মিথ্যা। ভালো বা মন্দ। কিন্তু গল্প গল্পই। অমৃত এক আনন্দেও আশ্রয়। ঠিক এমনটাই উপলব্ধি করতে পারবে‘অবিশ্বাসের সমাপ্তি’এর পাঠক। লেখক আম্মার আবদুল্লাহ-এর চোখ দিয়ে ইসলামী শাস্তির সৌন্দর্যকে দেখার অসম্ভব এক শক্তি নিয়ে গল্পগুলো হাজির হয়েছে। গল্প বলার রীতিও আলাদা এবং অভিনব। ধারাবাহিক এগোয়নি গল্পের গতি। এক, দুই, তিন এই তিন ভাগে পূর্ণ গল্পের হয়ে ওঠা। ইসলাম নির্ধারিত শাস্তির সৌন্দর্য গল্পে এমন ফুটিয়ে তোলা যায়, সত্যিই সুন্দর।
দুঃখ-অপমান রাগে চোখ ফেটে জল বেরিয়ে পড়তে চাইছে। বুকে বার বার খুঁচিয়ে চলছে একটা তীক্ষèধার তুরপুনের খোঁচা। গলার কাছে জমে ওঠেছে দলাপাকানো কষ্ট। ঠোঁটে জেগে ওঠছে আমাবশ্যার অন্ধবিষ। নাহ, আমাকে পবিত্র হতেই হবে। গল্পের শুরুটা এমনই।
এরপর গামিদিয়া রা. নিজের ইচ্ছায় নবীজির কাছেযাবেন এবং সর্বশেষ রজমের মাধ্যমে প্রথম প্রথম গল্পের প্রথম ধাপটি সমাপ্ত হয়েছে। তবে এখানেই শেষ নয়। গল্পের রেশটা বাকী রয়েছে মূল চরিত্র সাদেক ও তার বন্ধুর মাধ্যমে। এরপর সাদেকের কাছে বন্ধুর প্রশ্ন, আচ্ছা! ইসলাম এমন কঠিন শাস্তি নির্ধারণ করলো কেনে? এর উত্তরে তৈরি হয়েছে গল্পের দ্বিতীয় ভাগ। এরপর তৃতীয় ভাগে রজমের রহস্যকে যুক্তির আলোকে বর্ণনার মাধ্যমে শেষ হয়েছে গল্প। এভাবে ইসলামী হুদুদের সৌন্দর্যকে ফুটিয়ে তোলা হয়েছে পূর্ণ বইয়ে।
বি:দ্র: অবিশ্বাসের সমাপ্তি বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.