অন্তিম মুহূর্ত
সামনের ঠিকানা
তুমি অবশ্য বিচক্ষণ-জ্ঞানী। চলছ অন্যদের দৃষ্টিসীমায়, তাদের অভিজ্ঞতা জানার অভিপ্রায়ে। আর বই-পুস্তক ঘাঁটাঘাঁটি করছ পূর্ববর্তীদের ইতিহাস সম্পর্কে জ্ঞাত হবে বলে। এসো, দেখো—তাদের জীবনের সমাপ্তি, কেমন তাদের অন্তিম মুহূর্তটি। মানি, তুমি অনেক পড়েছ, অনেক শুনেছ। তারপরও আমার দুটি কথা শোনার আশায় একটু কান পেতে দাও। আঁখিযুগল নিবদ্ধ করো। আমার সঙ্গে সফর করো কিতাবের পরতে পরতে।
হ্যাঁ, এটি তাদের সময় অতিক্রমের সফর, যাদের অন্তিম মুহূর্ত এসে গিয়েছিল, যাদের কাছে মৃত্যুদূত মৃত্যু নিয়েই হাজির হয়েছিল। এটি জীবনের সফর। এ সফর একসময় শুরু হয়েছিল তোমারও। অচিরেই তুমি দেখতে পাবে, এ সফরের নিশ্চিত অবসানও। তোমার শেষ সমাপ্তিকে এ কিতাবের পরতে পরতে দেখে নাও। বেছে নাও কেমন হবে তোমার অন্তিম মুহূর্ত।
ভয় যেন তোমাকে অস্থির না করে তোলে। কারণ, মৃত্যুকে ফেরাতে তা কোনোই কাজে আসবে না। ভয় মৃত্যুকে ঠেকাতে পারে না। তুমি বরং তাদের শেষ মুহূর্তগুলো নিয়ে ভাবো। নিজেকে তাদের একজন মনে করো। কারণ, প্রত্যেক প্রাণীরই আছে একটি নিশ্চিত সমাপ্তি। জন্ম নিলে মৃত্যু যে অবধারিত। অন্তিম মুহূর্তের এ স্মরণিকাতে হয়তো তোমারও কিছু উপদেশ অর্জিত হবে। একদিন তোমাকেও মরতে হবে, তুমিও হবে কবরবাসীদের একজন।
এসো, এ সফরে আমরা একে অপরের হাত ধরি। পরস্পরে অন্তরঙ্গ হই। কেননা, আমরা যে একই পথের পথিক।
অন্তিম মুহূর্ত
বি:দ্র: অন্তিম মুহূর্ত বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না

নানারঙা রঙধনু
মৃত্যু যবনিকার ওপারে
ছোটদের সাহাবায়ে কেরামের গল্প
রাসূলের (সা.) যুদ্ধজীবন
তোমাকে ভালবাসি হে নবী
বন্দিনীদের অশ্রু
আমার জীবনকথা (৬ষ্ঠ খণ্ড)
বদরের গল্প
আমার নবি মুহাম্মাদ (স)
নিউ ভার্সন অব লাভ
মহানবীর (সা.) আদাব ও আখলাক
মাওলানা মমতাজ উদদীন আহমাদ: জীবন দর্শন ও সাহিত্য সাধনা
যাঁর প্রেরণায় ধন্য পৃথিবী (১ম, ২য়, ৩য় খণ্ড)
রাসূলের সংসার জীবন
পরশে তাহার সোনা হল যাঁরা
বিশ্বনবীর একশত একক বৈশিষ্ট্য
প্রয়োজনে প্রিয়জন
ইসলামী সভ্যতায় রাজনীতি ও বিশ্বব্যাপী ইসলামী আন্দোলন
ফ্যামিলি ম্যানেজমেন্ট ও জন্মনিয়ন্ত্রণ
বিশ্বশান্তি পথ ও পন্থা
প্রতিটি গোনাহ জাহান্নামের আগুন
সুখ রাজ্যের সন্ধানে
তওবা ও ইসতিগফার
রাসূলে আরাবি (সা.)
হাদিকাতুল আফআল
নূরের পর্বত থেকে সবুজ গম্বুজ
অমুসলিমদের সাথে যেমন ছিলেন রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লাম)
জীবন ও কর্ম : উসমান ইবনে আফফান রা. (১-২ খন্ড)
কিতাবুদ দুআ
জাগরণে বিভাবরী
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) এর জীবনী
অনিবার্য মৃত্যুর প্রস্তুতি
সুবোধ
গণতন্ত্র গণরায় ও ইসলাম
যেমন ছিলেন তারা
মুক্তিপথের দিশা
ইসলামে বায়’আত
ইমাম আবু হানীফা রহ. আকাশে অঙ্কিত নাম
নববি কাফেলা (উন্নত সংস্করণ)
আর রাহিকুল মাখতুম
গান কালের মরণব্যধি
প্যারাডক্সিক্যাল সাজিদ
এই আমাদের গল্প
ফারহাঙ্গে আশরাফী
হাসান বসরী রহ. জীবন ও ঘটনা
কুরআন ও হাদিসের আলোকে গুনাহের ভয়াবহ পরিণতি
তিনিই আমার প্রাণের নবী (সা.)
সীরাতুন নবি ১
নবিজি (সা.)-(শৈশব, কৈশোর, উপদেশ)
মুজিযা (রাসূল সা.-এর জীবনের অলৌকিক ঘটনা সমগ্র)
নাশরুত তীব
সাহসীদের গল্প
ঘুরে দাঁড়াও
নবীজির উপহার
যাঁর আদর্শে আমি মানুষ হয়েছি
পুত্রের প্রতি পিতার পত্র ও উপদেশ
আর রাহিকুল মাখতুম (স্ট্যান্ডার্ড)
এক টুকরো জান্নাত
আল কুরআনের ১৬০ মুজিজা ও রহস্য
ওসীয়ত
যেমন ছিলেন তিনি (১-২ খন্ড)
নবী (সা.) জীবনের টুকরো কথা
ছোটদের নবি-রাসূল সিরিজ (৬ খণ্ড)
নবীজির দিনলিপি (সাঃ)
যে ভুলে সেলিব্রিটি হলাম
অসৎ নারীর পরিনতি
মরণের পরে কি হবে 
Najnin Tasnia –
অন্তিম মুহূর্ত
আমি আমার অবস্থানের কথা যেন ভুলেই গিয়েছিলাম! দুনিয়ার মোহ আমাকে যেন ধরে রেখেছিল! কিন্তু আমি যে একটি স্টেশনে বসে আছি মাত্র! আমি এত উদাসীন কেন হলাম! দুনিয়ার দুঃখ-কষ্ট, সুখ-আনন্দ আমাকে এত ভাবায় কেন?
আমি দুনিয়ার সামান্য পরীক্ষার জন্য সব কাজ রেখে আগে থেকেই কত প্রস্তুতি গ্রহণ করি। অথচ আখেরাতের জন্য কোন প্রস্তুতিই নিচ্ছিনা!
আমার কী মৃত্যু যন্ত্রণা আসবে না! আসবে! অবশ্যই আসবে! যেকোনো সময় আসবে! মৃত্যু চিরসত্য! তাও কেন দুনিয়ার প্রতি আকর্ষণ থাকবে?
মৃত্যু পর সবাই একসময় আমাকে ভুলে যাবে। হিংসুকেরা শান্ত হবে!
কেউই থাকবে না আমার সাথে! শুধু থাকবে নেক আমল! তাও কতটুকু তাকওয়া নিয়ে করছি!
মুতারিফ ইবনে আব্দুল্লাহ বলতেন, “নিশ্চয়, এই মৃত্যু দুনিয়ার ভোগ-বিলাসে মত্ত মানুষদের ভোগ বিলাস শেষ করে দেয়। সুতরাং তোমরা এমন ভোগ-বিলাস তালাশ করো, যার কোনো মৃত্যু নেই।” (সিফাতুস সাফওয়াহ:৩/২২৪)
বইয়ের কিছু কথা যা আমার ভালো লেগেছে,
১। বর্ণিত আছে, দাউদ আ. এর নিকট যখন মালাকুল মাওত আসলো, তখন তিনি বললেন, ‘আপনি কে?’
সে বলল, ‘ আমি এমন ব্যক্তি, যে কোনো রাজা-বাদশাহকে ভয় করে না, কোনো মজবুত দুর্গই যাকে আটকাতে পারে না এবং যে কারও কাছ থেকে কোনো ঘুষ গ্রহণ করে না।’
তিনি (দাউদ আ.) বললেন, ‘তাহলে আপনি মালাকুল মাওত।’
সে বলল, ‘হ্যাঁ।’
তিনি বললেন, ‘আপনি আমার কাছে চলে এসেছেন, অথচ আমার প্রস্তুতি এখনো শেষ হয় নি। ‘
মালাতুল মাওত বলল, ‘হে দাউদ আ., আপনার অমুক নিকটাত্মীয় কোথায়? আপনার অমুক প্রতিবেশী কোথায়? ‘
তিনি বললেন, ‘তারা মারা গেছে।’
সে বলল, ‘তাদের মৃত্যুর মধ্যে কি আপনার প্রস্তুতি নেওয়ার জন্য শিক্ষা ছিল না?’ (আত-তাজকিরাহ:২০৪)
২। সালাফের কেউ একজন বলেছেন,
“ওই ব্যক্তির বিষয়টা আশ্চর্যজনক, যে জানে, মৃত্যু সত্য; তারপরও সে হাসিখুশি থাকে! ওই ব্যক্তির বিষয়টা আশ্চর্যজনক, যে জানে, জাহান্নাম সত্য; তারপরও হাসে! ওই ব্যক্তির বিষয়টা আশ্চর্যজনক, যে দেখে দুনিয়া তার অধিবাসী-সহ নিত্য পরিবর্তন হচ্ছে; তারপরও কীভাবে দুনিয়ার প্রতি নিশ্চিত রয়েছে?! ওই ব্যক্তির বিষয়টা আশ্চর্যজনক, যে জানে তাকদির সত্য; তারপরও দুনিয়া নিয়ে কীভাবে সে এত ব্যস্ত হয়?” ( মুকাশাফাতুল কুলুব:১৫৭)
৩। শাকিক ইবনে ইবরাহিম রহ. বলেন,
“তুমি এমনভাবে প্রস্তুতি গ্রহণ করো, যাতে মৃত্যুর পর আর তোমাকে ফিরে আসার প্রার্থনা করতে না হয়।” (ইমাম বায়হাকি কৃত আজ-জুহদ: ২৩৯)