অন্তিম মুহূর্ত
সামনের ঠিকানা
তুমি অবশ্য বিচক্ষণ-জ্ঞানী। চলছ অন্যদের দৃষ্টিসীমায়, তাদের অভিজ্ঞতা জানার অভিপ্রায়ে। আর বই-পুস্তক ঘাঁটাঘাঁটি করছ পূর্ববর্তীদের ইতিহাস সম্পর্কে জ্ঞাত হবে বলে। এসো, দেখো—তাদের জীবনের সমাপ্তি, কেমন তাদের অন্তিম মুহূর্তটি। মানি, তুমি অনেক পড়েছ, অনেক শুনেছ। তারপরও আমার দুটি কথা শোনার আশায় একটু কান পেতে দাও। আঁখিযুগল নিবদ্ধ করো। আমার সঙ্গে সফর করো কিতাবের পরতে পরতে।
হ্যাঁ, এটি তাদের সময় অতিক্রমের সফর, যাদের অন্তিম মুহূর্ত এসে গিয়েছিল, যাদের কাছে মৃত্যুদূত মৃত্যু নিয়েই হাজির হয়েছিল। এটি জীবনের সফর। এ সফর একসময় শুরু হয়েছিল তোমারও। অচিরেই তুমি দেখতে পাবে, এ সফরের নিশ্চিত অবসানও। তোমার শেষ সমাপ্তিকে এ কিতাবের পরতে পরতে দেখে নাও। বেছে নাও কেমন হবে তোমার অন্তিম মুহূর্ত।
ভয় যেন তোমাকে অস্থির না করে তোলে। কারণ, মৃত্যুকে ফেরাতে তা কোনোই কাজে আসবে না। ভয় মৃত্যুকে ঠেকাতে পারে না। তুমি বরং তাদের শেষ মুহূর্তগুলো নিয়ে ভাবো। নিজেকে তাদের একজন মনে করো। কারণ, প্রত্যেক প্রাণীরই আছে একটি নিশ্চিত সমাপ্তি। জন্ম নিলে মৃত্যু যে অবধারিত। অন্তিম মুহূর্তের এ স্মরণিকাতে হয়তো তোমারও কিছু উপদেশ অর্জিত হবে। একদিন তোমাকেও মরতে হবে, তুমিও হবে কবরবাসীদের একজন।
এসো, এ সফরে আমরা একে অপরের হাত ধরি। পরস্পরে অন্তরঙ্গ হই। কেননা, আমরা যে একই পথের পথিক।
অন্তিম মুহূর্ত
বি:দ্র: অন্তিম মুহূর্ত বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না

কে উনি?
কিংবদন্তির কথা বলছি
রাসূলুল্লাহ (সা) এর বিচারালয়
যখন আসবে মৃত্যুর ডাক
ফিদাকা ইয়া রাসুলাল্লাহ
জান্নাত তোমাকে ডাকছে
সিরাতুন নবী
জীবন সাজানোর গল্প
নবিজি (সা.) যাঁর আদর্শে বিমোহিত পৃথিবী
দুই জান্নাত পরকালের জান্নাতের আগে দুনিয়ার জান্নাতে বাস করুন
রাসূল (সা:) এর ২৪ ঘন্টার আমল
নবি ও ওলিদের বিয়ের গল্প
সীরাতে মুস্তফা (সাঃ)-১-৩খন্ড
মহানবীর (সা.) মহান জীবন (২য় খণ্ড)
সীরাত বিশ্বকোষ (১-১৪ খণ্ড)
এক
যে গল্প রাসূল (সা.) শুনিয়েছেন
আফ্রিকার দুলহান
নারী সাহাবিদের স্বর্ণময় জীবনকথা
গল্পগুলো গপ্পো নয়
রাসূলের সংসার জীবন
হাদিসের আসরে রাসুলের সাথে (সা.)
হেজাযের তুফান (২য় খন্ড)
রাসূলুল্লাহ (সা.)-এর মর্যাদা ও মু’মিনের কর্তব্য
রাসুলের ভালোবাসা
নবিজির শেষ দিনগুলো ﷺ
নাঙ্গা তলোয়ার ৫ম খণ্ড
দি প্রফেটস নবী-রাসূলবৃন্দ : বিশ্ববাসীর শিক্ষক
একটি স্বপ্নভেজা সন্ধ্যা
বিষয় ভিত্তিক হাদীসে রাসুল (সা.)
আলো ফোটা ভোর
রাসূলুল্লাহ (স.) এর পছন্দ-অপছন্দ
কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সা.
দুজন দুজনার
বিশ্বলোকের বিশ্বনবী
ঝরা পাতার গল্প
ইসলামে হালাল ও হারাম
বিশ্বনবির (সা) জীবনী (সমকালীন পরিবেশ)
তিনিই আমার প্রাণের নবী (সা.)
মহানবী মহান শিক্ষক
আলোর দিগন্তে হযরত উমর রাযি.
দীনের পথে ফিরে আসার গল্প
ওগো বনহংসিনী আমার
কবিরা গুনাহ
ছোটদের সীরাত সিলসিলা (১ম খণ্ড)
সেই ফুলেরই রৌশনিতে
বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাইহি
নবীপ্রেমের গল্পগুলো
সীরাতে ইবনে হিশাম (১ম ও ২য় খন্ড)
নবী (সা.) জীবনের টুকরো কথা
দ্য প্রফেট বিখ্যাত ব্যক্তি জীবনী গ্রন্থ
সিরাতের সৌরভ
জাগো হে যুবক
নবীদের কাহিনী-১
বলয় ভাঙার গল্প
স্বামীকে সুপথে আনবেন কি করে
কেয়ামত আর কত দূর
প্রিয় নবীর দিন রাত
বাইতুল্লাহর ছায়ায়
আর-রাহিকুল মাখতুম
পীর ও পুলিশ
সেদিন মেঘলা ছিল
গল্পে আঁকা নবিদের জীবনী
হিজরতে নববী
দখল
সিরাতের সৌরভ
গল্প পড়ি জীবন গড়ি
নবিজির আখলাক
তোমার পরশে
প্রেম যুদ্ধ
সহজ ভাষায় উলুমুল হাদিস
অনিবার্য মৃত্যুর প্রস্তুতি 
Najnin Tasnia –
অন্তিম মুহূর্ত
আমি আমার অবস্থানের কথা যেন ভুলেই গিয়েছিলাম! দুনিয়ার মোহ আমাকে যেন ধরে রেখেছিল! কিন্তু আমি যে একটি স্টেশনে বসে আছি মাত্র! আমি এত উদাসীন কেন হলাম! দুনিয়ার দুঃখ-কষ্ট, সুখ-আনন্দ আমাকে এত ভাবায় কেন?
আমি দুনিয়ার সামান্য পরীক্ষার জন্য সব কাজ রেখে আগে থেকেই কত প্রস্তুতি গ্রহণ করি। অথচ আখেরাতের জন্য কোন প্রস্তুতিই নিচ্ছিনা!
আমার কী মৃত্যু যন্ত্রণা আসবে না! আসবে! অবশ্যই আসবে! যেকোনো সময় আসবে! মৃত্যু চিরসত্য! তাও কেন দুনিয়ার প্রতি আকর্ষণ থাকবে?
মৃত্যু পর সবাই একসময় আমাকে ভুলে যাবে। হিংসুকেরা শান্ত হবে!
কেউই থাকবে না আমার সাথে! শুধু থাকবে নেক আমল! তাও কতটুকু তাকওয়া নিয়ে করছি!
মুতারিফ ইবনে আব্দুল্লাহ বলতেন, “নিশ্চয়, এই মৃত্যু দুনিয়ার ভোগ-বিলাসে মত্ত মানুষদের ভোগ বিলাস শেষ করে দেয়। সুতরাং তোমরা এমন ভোগ-বিলাস তালাশ করো, যার কোনো মৃত্যু নেই।” (সিফাতুস সাফওয়াহ:৩/২২৪)
বইয়ের কিছু কথা যা আমার ভালো লেগেছে,
১। বর্ণিত আছে, দাউদ আ. এর নিকট যখন মালাকুল মাওত আসলো, তখন তিনি বললেন, ‘আপনি কে?’
সে বলল, ‘ আমি এমন ব্যক্তি, যে কোনো রাজা-বাদশাহকে ভয় করে না, কোনো মজবুত দুর্গই যাকে আটকাতে পারে না এবং যে কারও কাছ থেকে কোনো ঘুষ গ্রহণ করে না।’
তিনি (দাউদ আ.) বললেন, ‘তাহলে আপনি মালাকুল মাওত।’
সে বলল, ‘হ্যাঁ।’
তিনি বললেন, ‘আপনি আমার কাছে চলে এসেছেন, অথচ আমার প্রস্তুতি এখনো শেষ হয় নি। ‘
মালাতুল মাওত বলল, ‘হে দাউদ আ., আপনার অমুক নিকটাত্মীয় কোথায়? আপনার অমুক প্রতিবেশী কোথায়? ‘
তিনি বললেন, ‘তারা মারা গেছে।’
সে বলল, ‘তাদের মৃত্যুর মধ্যে কি আপনার প্রস্তুতি নেওয়ার জন্য শিক্ষা ছিল না?’ (আত-তাজকিরাহ:২০৪)
২। সালাফের কেউ একজন বলেছেন,
“ওই ব্যক্তির বিষয়টা আশ্চর্যজনক, যে জানে, মৃত্যু সত্য; তারপরও সে হাসিখুশি থাকে! ওই ব্যক্তির বিষয়টা আশ্চর্যজনক, যে জানে, জাহান্নাম সত্য; তারপরও হাসে! ওই ব্যক্তির বিষয়টা আশ্চর্যজনক, যে দেখে দুনিয়া তার অধিবাসী-সহ নিত্য পরিবর্তন হচ্ছে; তারপরও কীভাবে দুনিয়ার প্রতি নিশ্চিত রয়েছে?! ওই ব্যক্তির বিষয়টা আশ্চর্যজনক, যে জানে তাকদির সত্য; তারপরও দুনিয়া নিয়ে কীভাবে সে এত ব্যস্ত হয়?” ( মুকাশাফাতুল কুলুব:১৫৭)
৩। শাকিক ইবনে ইবরাহিম রহ. বলেন,
“তুমি এমনভাবে প্রস্তুতি গ্রহণ করো, যাতে মৃত্যুর পর আর তোমাকে ফিরে আসার প্রার্থনা করতে না হয়।” (ইমাম বায়হাকি কৃত আজ-জুহদ: ২৩৯)