হে উদাসীন সতর্ক হও
উদাসীনতা ও ভুলে যাওয়ার মধ্যে পার্থক্যঃ
উদাসীনতা : অবজ্ঞা করে ইচ্ছাকৃতভাবে কোন কিছু ছেড়ে
দেওয়া
ভুলে যাওয়া : অনিচ্ছায় ভুলে কোন কিছু ছুটে যাওয়া।
স্মরণ থাকা : উদাসীনতা ও ভুলে যাওয়া থেকে মুক্ত। (১)
আল্লাহ সুবহানাহু তা‘আলা বলেন,
وَلَا تَكُن مِّنَ الْغَافِلِينَ
তোমরা গাফেল বা উদাসীনদের অন্তর্ভূক্ত হয়ো না। (২)
এখানে আল্লাহ সুবহানাহু তা‘আলা একথা বলেননি যে, “তোমারা বিস্মরণশীল মানুষদের অন্তর্ভূক্ত হয়ো না”। বরং আল্লাহ তা‘আলা বলেছেন, ‘তোমরা গাফেল বা উদাসীনদের অন্তর্ভূক্ত হয়ো না’। কারণ স্মরণ না থাকা বা ভুলে যাওয়া অপরাধ নয়। ভুলে যাওয়া মানুষের স্বভাবেরই একটা অংশ। এটা নিষিদ্ধও না। একারণে মানুষকে শাস্তিও দেওয়া হবে না। রাসূলুল্লাহ সা. বলেন, : إن الله وضع عن أمتي الخطأ والنسيان وما استكرهوا عليه
নিশ্চয় আল্লাহ তা‘আলা আমার উম্মতের উপর থেকে ভুলে যাওয়া, স্মরণ না থাকা ও চাপিয়ে দেওয়ার গুনাহ মাফ করে দিয়েছেন । ৩
আবূ জার রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সা. বলেন,:
(إن الله تـجاوز لي عن أمتي الـخطأ والنسيان وما استكرهوا عليه)
নিশ্চয় আল্লাহ তা‘আলা আমার কারণে, (আমার সম্মানে) আমার উম্মতের উপর থেকে ভুলে যাওয়া, স্মরণ না থাকা ও চাপিয়ে দেওয়ার গুনাহ ক্ষমা করে দিয়েছেন। ৪
অন্য হাদিসে এসেছে আবূ হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সা. বলেছেন : إِنَّ اللَّهَ تَجَاوَزَ لِأُمَّتِي عَمَّا وَسْوَسَتْ، أَوْ حَدَّثَتْ بِهِ أَنْفُسَهَا، مَا لَمْ تَعْمَلْ بِهِ أَوْ تَكَلَّمْ
নিশ্চয় আল্লাহ তা‘আলা আমার উম্মতের জন্য ঐসকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন যা তাদের অন্তরে ওয়াসওয়াসা সৃষ্টি করে কিন্তু তারা সেই গুনাহে লিপ্ত হয় না এবং সে বিষয়ে কথাও বলে না এবং চাপিয়ে দেওয়ার গুনাহ। ৫
কিন্তু কেউ যদি স্মরণ থাকা সত্বেও ইচ্ছাকৃতভাবে, উদাসীনতার সাথে কোন আমল ছেড়ে দেয় সে জন্য তাকে জবাবদেহি করতে হবে, কিয়ামতের দিন এজন্য তাকে তিরস্কার ও শাস্তিরও সম্মুখীন হতে হবে।
বি:দ্র: হে উদাসীন সতর্ক হও বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না

আল-ক্বামূসুল ওয়াজীয আরবী-ইংরেজী-বাংলা ব্যবহারিক অভিধান
আমালিয়াতে কাশমিরী
ইসলামে হালাল ও হারাম
আল কুরআনুল কারীম কতিপয় হক ও আদব এবং অধ্যয়নের পথ ও পন্থা
মক্কার মোতি মদিনার জ্যোতি
কুরআন ও হাদিসে পার্থিব আসক্তি অকল্যানকর
কুরআন প্রেমিকদের অমর কাহিনী
ফাযায়েলে জিন্দেগী
আবু বকর আস-সিদ্দীক রাযিয়াল্লাহু আনহু জীবন ও কর্ম (২য় খন্ড)
মৃত্যুই শেষ কথা নয়
ইসলামের সৌন্দর্য
ছোটদের ইমাম বুখারী রহ.
নূরে মদীনা এর বর্ধিত সংস্করণ
যাকাত বিশ্বকোষ
কষ্টিপাথর
তোহফাতুল মুসলিমাহ (২য় খণ্ড)
শেষ সিজদা
মা মা মা এবং বাবা
কোন পথে ইউরোপের ইসলাম
জ্ঞান সাধনায় উলামায়ে কেরামের ত্যাগ ও কুরবানী (২খণ্ড একত্রে)
একজন মহিয়সী মা
ঈমানের দুর্বলতা 
Reviews
There are no reviews yet.