স্বাগত তোমায় আলোর ভুবনে
একদিনের কথা। আমি আর আমার এক সহকর্মী রাস্তার পাশে টহল দিচ্ছি—এমন সময় হঠাৎ বিকট একটি শব্দ কানে আসে। দ্রুত শব্দের উৎসের দিকে দৌড়ে যাই। খানিকটা দূরে দুটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। চোখের পলকে আমরা ঘটনাস্থলে হাজির হই। নিকটবর্তী ক্যাম্পে ফোন করে আমরা দুজন উদ্ধার কর্মে লেগে যাই। গা শিউরে ওঠার মতো দৃশ্য। একটি কারের দুজন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। দুমড়ে মুচড়ে যাওয়া দরোজা ভেঙ্গে অনেক কষ্টে তাদের গাড়ি থেকে বের করে আনি। রাস্তার একপাশে তাদের শুইয়ে রেখে অন্য গাড়িটির দিকে মনোযোগ দিই। আমরা যাওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েছে কারের একমাত্র আরোহী চালক। বাহু থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে তার হাত দুটি। রক্তে ভেসে যাচ্ছে রাস্তা।
তাকে রেখে আমরা দ্রুত মুমূর্ষু লোক দুটির নিকট ফিরে আসি। রক্তে ভিজে গেছে তাদের পোশাক। চোখগুলো যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। যন্ত্রণায় ডাঙ্গায় তোলা মাছের মত তড়পাচ্ছে কিছুক্ষণ পরপর। কাছের হাসপাতালে ফোন করা হয়েছে। একটু পরই চলে আসবে অ্যাম্বুলেন্স। কিন্তু তাদের জখম মারাত্মক। বেঁচে থাকার আশা নেই বললেই চলে। আমার সহকর্মী তাদের কালিমার তালকিন করার চেষ্টা করে—
লা-ইলাহা-ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ
আশ্চর্য কাণ্ড! তালকিনে কান না দিয়ে উচ্চ স্বরে গান ধরে তারা! মুখ থেকে ছলকে বেরুচ্ছে রক্ত। গানের কলিতে কাঁপছে রক্তাক্ত ঠোঁট। লাল জিহ্বা বেরিয়ে আসছে একটু পর পর। জঘন্য এই অবস্থা দেখে ভয়ে কেঁপে ওঠে অন্তরাত্মা। আমার সহকর্মী বেশ সাহসী। মুমূর্ষু মানুষের অবস্থা সে ভালোই বুঝতে পারে। সে বারবার তালকিন করতে থাকে। আমি নির্বাক চেয়ে থাকি। এমন দৃশ্য জীবনে কখনো দেখিনি। এমনকি কোনো মুমূর্ষু মানুষের অন্তিম অবস্থা কাছ থেকে দেখার সুযোগও আমার এই প্রথম।
আমার সহকর্মী যতই কালিমার তালকিন করে, তারা শোনে না। আপন মনে গাইতে থাকে। কোনো ফায়েদা হয় না তালকিনে। দূর থেকে অ্যাম্বুলেন্স আসার শব্দ শোনা যায়। ক্রমশ নিচু হয়ে আসে তাদের গানের আওয়াজ। একসময় শোনা যায় ফিসফিস ধ্বনি। একজনের দেহ হঠাৎ ঝাঁকুনি দিয়ে কেঁপে ওঠে—পরক্ষণেই নীথর হয়ে যায় চিরদিনের জন্য। দ্বিতীয় জনও একই পথ ধরে খানিক পরেই।
লাশ তিনটির আনুষ্ঠানিকতা শেষ করে আমরা ক্যাম্পের দিকে রওনা হই। আমার সহকর্মীর মুখে বিষাদের ছায়া। গভীর এক ভাবনায় ডুবে আছে সে। ফেরার পথে পুরো সময়টা জুড়ে আমাদের আচ্ছন্ন করে রাখে বিষণ্ন এক নীরবতা। ক্যাম্পে ফিরে একটু স্বাভাবিক হয়ে প্রথম মুখ খুলে সে—‘মানুষের মৃত্যু কখনো ভালো হয় আবার কখনো বেশ খারাপ হয়। আজকের মৃত্যু দুটি খারাপ হওয়ার আলামত নিজের চোখে আমরা দেখলাম। মানুষ সারা জীবন যে কাজে নিবিষ্ট মনে নিমগ্ন থাকে—মৃত্যুর বিভীষিকাময় মুহূর্তে এসেও দেখা যায় কঠিন যন্ত্রণায় অতিষ্ট হয়ে সে একই কাজটিই করে বসে।
***
(গল্পাংশ)
***
স্বাগত তোমায় আলোর ভুবনে
বি:দ্র: স্বাগত তোমায় আলোর ভুবনে বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না

কোন পথে ইউরোপের ইসলাম
ইসলামে মানবাধিকার কিছু ভ্রান্তধারণা
ইসলাম একালের ধর্ম
কুরআন-হাদীসের আলোকে ইভটিজিং কারণ ও প্রতিকার
বেসিক নলেজ অব ইসলাম
আলোর ভুবন ফুলেল জীবন
মনীষীদের দৃষ্টিতে সময়ের মূল্য
ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং
ছোটদের প্রিয়নবী হযরত মুহাম্মদ (সঃ)
বড়দের বড়গুণ
এনজিও খ্রীস্টবাদের কবলে বাংলাদেশ
ইসলামী ব্যাংকিং ও অর্থায়ন পদ্ধতি : সমস্যা ও সমাধান
কবরপূজারি কাফের
পবিত্র কুরআনের ভাষা শিক্ষা
জান্নাতের অফুরন্ত নেয়ামতের বর্ণনা
চলো যাই জান্নাতে
জ্ঞান সাধনায় উলামায়ে কেরামের ত্যাগ ও কুরবানী (২খণ্ড একত্রে)
মাশায়েখে হুফফায
তোমাকে চাই হে জান্নাত
রবের মুখাপেক্ষী
জান্নাত জাহান্নাম
মহা সফলতা ও চূড়ান্ত ব্যর্থতা
জান্নাত লাভের উপায়
ইউনিভার্সিটির ক্যান্টিনে 
Reviews
There are no reviews yet.