মেঘ রোদ্দুর বৃষ্টি
মেঘ, রোদ্দুর আর বৃষ্টি—একই আকাশে তাদের জন্ম; অথচ কতটা আলাদা তাদের বিচরণ, কতটা স্বতন্ত্র তাদের অস্তিত্ব। রৌদ্রময়ীর প্ল্যাটফর্মটাও যেন এক চিলতে আকাশের মতো। একঝাঁক নারী সে আকাশে বিচরণ করে যাচ্ছে, অস্তিত্বের জানান দিচ্ছে লেখনীর মাধ্যমে। কেউ হয়তো মেঘের ভেলায় ভাসিয়ে দিচ্ছে সুখের যত অনুভূতি, কেউ আবার রোদ ঝলমলে লেখায় আলোকিত করে যাচ্ছে, কেউ আবার কষ্টগুলোকে ঝরিয়ে দিচ্ছে বৃষ্টির মতো। সেই একই আকাশে, রৌদ্রময়ীর আকাশে। এখানে অজস্র নারীর দৃষ্টিভঙ্গি এক হয়ে মিশেছে একটি মাত্র পরিচয়ে; মুসলিম নারীর পরিচয়ে।
রৌদ্রময়ীরা নিজেদের অনুভূতির প্রকাশ ঘটায় নিছক শখের বশে নয়, বরং মানুষে মানুষে দূরত্ব ঘোচাতে। যে মেয়েটির সকাল শুরু হয় হেঁশেলে, আর যে মেয়েটি আলো ফুটতে-না-ফুটতেই বাড়ির চৌকাঠ পেরোয়, তাদের জীবন কি এক? তাদের অনুভূতি কি এক? তাদের সুখ, দুঃখ, দীর্ঘনিঃশ্বাস কোথাও কি মিলে যায়? অথবা তাদের অমিলটাই বা কোথায়? কিংবা নারীর জীবন কি শুধু কেটে যাবে নিজ গোত্রের চাওয়া-পাওয়ার হিসেব মেলাতেই? এ প্রশ্নগুলোর উত্তর মেলাতেই যেন রৌদ্রময়ীর আবির্ভাব।
এ প্ল্যাটফর্মের কল্যাণে কখনো বিপরীত মেরুর দুই নারী হঠাৎ করে আবিষ্কার করে বসে তাদের দূরত্বটা কেবলই বাহ্যিক। কখনো-বা এক মেরুর বাসিন্দারা উপলব্ধি করে তাদের চিন্তা-চেতনার ফারাকটুকু। তবুও সব রৌদ্রময়ী যেন একটি প্রশ্নে এসে এক হয়ে যায়—‘ইসলাম কী বলে?’ হ্যাঁ, ‘সমাজ কী বলে’ প্রশ্নের পরিবর্তে ‘ইসলাম কী বলে’—এ প্রশ্নকেই নাটাই বানিয়েছে রৌদ্রময়ীরা, আর উড়িয়ে দিয়েছে তাদের ইচ্ছেঘুড়ি।
রৌদ্রময়ীদের সেই ইচ্ছেঘুড়ি আকাশে ভেসে ভেসে পৌঁছে যাচ্ছে পাঠকের হৃদয়ে; ভাসছে মেঘ হয়ে, আলোকিত করছে রোদ্দুর হয়ে, ঝরছে বৃষ্টি হয়ে। আমরা এক চিলতে আকাশ ধার করে এনেছি রৌদ্রময়ী হয়ে, রৌদ্রময়ীদের জন্য।
বি:দ্র: মেঘ রোদ্দুর বৃষ্টি বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না

উসওয়ায়ে আসহাবে রাসুল
স্পেনের রূপসী কন্যা-১ম খন্ড
মহিলাদের মাসআলা-মাসাইল
জীবনের বিন্দু বিন্দু গল্প
ইসলামী দিবসসমূহ বারো চাঁদের ফযিলত ও আমল
৩৬৫ দিনের ডায়েরি কুরআন হাদিস ও দু’আ
বৈরী বসতি
নাস্তিকতার স্বরূপ সন্ধান
নামাযের কিতাব
পরকালের প্রস্তুতি
রাসূল (সা.) জান্নাত ও জাহান্নামের বর্ণনা দিলেন যেভাবে
তালিবুল ইলম গঠনের আদর্শ রূপরেখা
নীল সবুজের দেশে
ইসলামে দাড়ির বিধান
আমালিয়াত ও তাবিজাত শরীয়ত কী বলে
হুদহুদের দৃষ্টিপাত 
Sabiha Jannat –
Oshadharon