প্রচলিত ভুল
আমাদের সমাজের অলিতে গলিতে নিরবিচ্ছিন্ন ভাবে জড়িয়ে আছে নানা কুসংস্কার, এবাদতের নাম করে ভুল হাদিস, মাসায়ালা, বিভিন্ন মনগড়া কিচ্ছা-কাহিনী। একটা সসময় ধারনা ছিল, শিক্ষিত হলেই বুঝি কুসংস্কার থেকে মুক্তি পাওয়া যায়। এই চরম অসত্য ফুটে ওঠে যখন এই সম্পর্কিত কিতাবের পাতাগুলো উলটে দেখি। মূলত উত্তর পাথারের আইলে পথ বেয়ে দক্ষিন পাথারে পৌছনো সম্ভব নয়।
এই কিতাবটা পড়তে গিয়ে যে কতগুলো বিষয় আমার মনে হয়েছে, আরে এটাতো আমি পালন করি, এটাতো আমি বিশ্বাস করি। অথচ, একটা বিদ’আত-ই যথেষ্ট দ্বীন থেকে ফারেগ হওয়ার জন্যে। দ্বীন মানতে হলে, দ্বীনি বিষয়ে জ্ঞান অর্জন করাটাই আবশ্যক।
মা শা আল্লাহ। অত্যন্ত উপকারী একটি কিতাব। প্রতিটা বিষয় আলাদাভাবে হাইলাইট করে, সহজবোধ্য ভাষায় আলোচনা করা হয়েছে।
কিছু পয়েন্ট তুলে ধরছি-
★★কতিপয় ভূল বিশ্বাসঃ
১। বিনা ওযুতে আব্দুল কাদের জিলানীর নাম মুখে নিলে শরীর থেকে পশম ঝরে পড়ে।
২।রাতের বেলায় ঝুটা পানি বাহিরে ফেলা কুলক্ষুণে।
৩। পরকালে লাইলি-মজনুর বিয়ে হবে।
৪। ক্বুরবানী দিতে অক্ষম ব্যক্তি হাস-মুরগী ক্বুর’বানী দিলেই হবে।
৫। মৃত বুজুর্গের রূহ দুনিয়ায় ঘুরে।
★★কিছু কথা যা হাদিস মনে করা হয় (তবে তা হাদিস নয়)ঃ
১। দোলনা থেকে কবর পর্যন্ত হাদিস অন্বেষণ কর।
২। যার কোনো পির নেই তার পির শয়তান।
৩। আলেমের চেয়ারার দিকে তাকানো সওয়াব।
৪। মসজিদে (দুনিয়াবি) কথা বার্তা নেকিকে এমন ভাবে খতম করে, যেমন আগুন কাঠকে জ্বালিয়ে ভষ্ম করে দেয়।
৫। আহারের শুরু ও শেষ লবন দিয়ে করা।
৬। প্রতিদিনের তারাবীর ভিন্ন ভিন্ন ফজিলত রয়েছে। (বিঃদ্রঃ এটা নাকি রোজার সময় লিফলেট আকারেও প্রচার করা হয়, কোন তারাবিতে কি ফযিলত। আল্লাহ হেফাজত করুন)
৭। ওযুতে প্রত্যেক অঙ্গ ধুয়ার জন্য আলাদা দুয়া। ( এটা মাসনূন দোয়া মোনে করা ভূল। এগুলো বিভিন্ন ওজিফাতে পাওয়া যায়। যেহেতুু সেগুলোর অর্থ ভাল, তাই অর্থের প্রতি খেয়াল করে পড়া যায়েজ হতে পারে)
৮। শায়েখের মর্যাদা তার অনুশারীদের মধ্যে তেমনি যেমন, নবীর মর্যাদা তার উম্মতের মধ্যে। (এটা মারাত্তক বিভ্রান্তিকর একটা কথা। যিনি এটা হাদিস হিসেবে বর্ননা করেছেন, তিনি একজন মিথ্যার অভিযোগে অভিযুক্ত রাবি।)
৯। জ্ঞান অর্জনের জন্যে প্রয়জনে চীন দেশে যাও।
১০। আঠারো হাজার মাখলুকাত।
(ক্বুরআন বা হাদিসে এর কোনো নিদৃষ্ট সংখ্যার উল্লেখ পাওয়া যায় নি। তবে বিভিন্ন জন বিভিন্ন মত পোষণ করেছেন- ১জাহার, ১৪হাজার, ১৭হাজার। মানুষের অজানা এমন অনেক মাখলুক রয়েছে, তাই বলা উচিৎ আল্লাহর অসংখ্য মাখলুক)
★★ভূল ধারনাঃ
১। তারাবীহ পড়তে না পারলে রোজাও হবে না।
২। মনগড়া ভাবে কোনো মসজিদকে বিশেষ ফজিলতের মনে করা। (যেমন অনেকেই বাইতুল মুকাররম কে মনে করে থাকে)
৩। ৭৮৬, বিসমিল্লাহ্ এর বিকল্প মনে করা।
৪। ইস্তেখারার জন্যে ঘুমানো। (অনেকে মনে করে থাকেন রাতে ঘুমানোর আগে ইস্তেখারা করা এবং স্বপ্ন দেখার মাধ্যমে তা পূর্ন হয়। এটা ভূল ধারনা।)
৫। খাওয়ার পরে বরতন ধুয়ে খাওয়া, মুখমন্ডলে ও পায়ের তালুতে হাত মোছা, সুন্নত মনে করা।
★★ভূল ঘটনাঃ
১। হযরত আব্দুল কাদের জীলানি (রহঃ) মাতৃগর্ভে থাকা অবস্থায়, নিঃশ্বাসের সাথে বেরিয়ে এসে, বাঘের আকৃতি ধারন করে, তার আম্মাকে খারাপ লোকের অশালীন অচরন থেকে রক্ষা করেন, পুনরায় বাতাসের মাধ্যমে মাতৃগর্ভ চলে যান।
২। রাবেয়া বসরী (রহঃ) এর পানি হাতে দৌড়ানো, যা দিয়ে তিনি জাহান্নামের আগুন নিভিয়ে দিতে চেয়েছেন, যাতে করে মানুষ জাহান্নামের অগুনের ভয়ে আল্লাহর এবাদাত না করে বরং আল্লাহ কে ভালবেসে এবাদাত করে।
৩। আল্লাহ মানুষের গোস্ত খাওয়ার ইচ্ছা পোষন করলেন (নাউজুবিল্লাহ) এবং হযরত মূসা (আঃ) কে তা জানালেন। এরপর এক ব্যাক্তি তার শরীর থেকে গোস্ত কেটে দিলেন। এরপর আল্লাহ, মূসা (আঃ) কে বল্লেনঃ তুমিওতো মানুষ ছিলে, যে এই গোস্ত দিয়েছে সে আমার আব্দুল কাদের জিলানী। (এক বিদয়াতি, আব্দুল কাদের জিলানী (রহঃ) সম্পর্কে ফজিলত বর্ননা করতে গিয়ে এই মনগড়া ইমান ধ্বংসী কিচ্ছা বর্ননা করেন)
★★এছাড়া আরোও রয়েছেঃ
*ইতিহাসের ভূলঃ
আবু জাহেলকে অনেকেই রসূল (সল্লাল লহু আ’লাইহি ওয়া সল্লাম) এর (আপন) চাচা মনে করে থাকেন, এটা ভূল। তবে তিনিও কোরাইশ বংশের ছিলেন।
* কুসংস্কারঃ রাতে সুই বিক্রি করা অশুভ মনে করা।
নামাযের মধ্যে ভূলঃ মনে মনে কীরাত পড়া।
*একটি জাহেলি রেওয়াত, ভূল মাসায়ালাঃ বিধবার অন্যত্রে বিয়ে হলে সে আগের স্বামির মিরাস থেকে বঞ্চিত হয়।
*ভূল শব্দঃ অকাল মৃত্যু। (যার হায়াত যে পর্যন্ত, সে সেই পর্যন্তই বাচবে। আর এটাতো আল্লাহর নির্দেশেই হয়ে থাকে।)
*তাফসীর বিষয়ক একটি ভূলঃ
আবাবীল একটি পাখির নাম। এটা ঠিক নয় বরং এর অর্থ ঝাঁকে ঝাঁকে। (ঝাঁকে ঝাঁকে পাখি বোঝানো হয়েছে)
আল্লাহ সুব্হান ওয়া তা’লা আমাদেরকে সরল ও সঠিক পথে চলার তৌফিক দ্বান করুন, আমাদেরকে উপকারী ই’লম দ্বান করুন এবং যাবতীয় ভূলভ্রান্তি হতে হেফাজত করে একমাত্র তাঁর সন্তুষ্ট লাভ করার তৌফিক দ্বান করুন। আমিন।
রিভিউ লেখেছেনঃ Sumaiya Busra
বি:দ্র: প্রচলিত ভুল বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.