চিরকুট
আমি আমার বাবাকে দেখেছি, সারাজীবন আম্মু আর আমাদের তিন ভাইবোনের চাহিদা পূরণ করে তিনি নিজের সুখ খুঁজে পেতেন। নিজের জন্য একটা ভালো পাঞ্জাবী কিনতেন না। খুব-করে বলতাম, বাবা! আমাদের জন্য তো এতকিছু কিনলেন আপনারটা কই?
বাবা ঠোঁটের কোণে মুচকিহাসির রেখা টেনে বলতেন- আমার অনেক পাঞ্জাবী আছে, এতো পাঞ্জাবী কী করবো!
অনেক জোরাজুরি করার পরও নিজের জন্য কিনতেন না। শুধু বাবাকে নয়; আমার স্বামীও আমাদের জন্য খরচ করে সুখ খুঁজে পান।
একবার আমার জন্য নিজের পছন্দমত দামি দামি অনেককিছু কিনে আমাকে সারপ্রাইজ দিয়েছিল। সেদিন বলেছিলাম, আমি সারপ্রাইজ পছন্দ করি কিন্তু অতিরঞ্জিত কোনকিছু পছন্দ করি না। আর কখনও এরকম করবেন না। এতো টাকা একসাথে খরচ করে আমাকে সারপ্রাইজ দিতে হবে না, এরকম সারপ্রাইজ আমার কাছে বিষের মতো লাগে। আপনি যদি একটি গোলাপ ফুল কিনে সারপ্রাইজ দেন, তাতেই আমি খুশি।
আমাকে থামিয়ে দিয়ে তিনি বললেন, স্ত্রী সন্তানের জন্য মনভরে কিছু কেনাকাটা করা কতটা সুখের এটা তুমি বুঝবে না।
তার কথা শুনে অজান্তেই চোখ বেয়ে পানি পড়তে লাগলো। আসলেই ছেলেরা এমনই হয়, তাদের জীবনের সবকিছু উজাড় করে দেয় স্ত্রী-সন্তানের জন্য। অথচ আমরা কতটা অকৃতজ্ঞ! তাদের ভালবাসার মূল্যায়ন করি না। এসব মহান পুরুষদের জন্য আমাদের গর্ব করা উচিত। আমাদেরও ছোট্ট ছোট্ট উপহার কিনে তাদের সারপ্রাইজ দেওয়া উচিত।’
বি:দ্র: চিরকুট বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.