এসো জান্নাতের গল্প শুনি
ছোট্ট বন্ধুরা,
গল্পতো অনেক শুনলে। ঠাকুমার ঝুলি, নাসিরুদ্দিন হোজ্জা, বাঘ-শেয়ালের গল্প, ইশপের গল্প। কত্ত কত্ত গল্প।
শুধু কী গল্প? মোটু – পাতলু, ডোরেমন, বেনটেন কত্ত কত্ত কার্টুন, কত্ত কত্ত গেমসে ডুবে থাকলে দিনের পর দিন, রাতের পর রাত।
এগুলি শুনতে ও দেখতে তোমাদের মজা লাগে। অনেক আনন্দ লাগে, তাই না?
আচ্ছা! একটা প্রশ্ন করি তাহলে। জান্নাতের নাম শুনেছো? হ্যাঁ শুনেছো নিশ্চয়ই।
সেই জান্নাত কেমন হবে? কারা সেই জান্নাতে থাকবে? কারা সেই জান্নাতে যেতে পারবে না? জান্নাতের গাছগুলি কেমন? খাবার কেমন? বিছানা কেমন? জামা কাপড় কেমন? কেমন দেখতে? – তোমাদের ইচ্ছে হয় না জানতে?
জানি জানতে ইচ্ছে হয়। জান্নাতের সেইসব মজার মজার গল্প শোনাতে তোমাদের জন্য আমাদের প্রথম বই “এসো জান্নাতের গল্প শুনি”।
বাচ্চাদের মনগুলো হলো নরম কাঁদামাটির মতো। প্রিয় নবী মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভাষায় ‘‘সকল সন্তানই ফিতরাতের উপর জন্ম নেয়’’। [বুখারীঃ ১৩৮৫] এই ফিতরাত বলতে বুঝায় স্বভাবব্জাত প্রকৃতি। বাচ্চাদের ‘দুনিয়াটা মস্ত বড়’ এর শিক্ষা দেওয়া হলে তারা এর উপরই গড়ে ওঠা স্বাভাবিক, বিপরীতে ‘জান্নাতটা মস্ত বড়’ এর শিক্ষা দেওয়া হলে তাঁরা এর উপরই গড়ে ওঠা স্বাভাবিক।
আমরা বাচ্চাদের কতো স্বপ্নপুরী বা কল্পরাজ্যের গল্প শুনাই, যেগুলো সত্য নয়, সেগুলো বাচ্চাদের জীবনকে সুন্দর করে সাজাতেও কোনো কাজে আসে না। অথচ যে রাজ্য স্বপ্নের নয়, বরং বাস্তবতা; সে রাজ্যের গল্পই শুনাই না! যে রাজ্য সম্পর্কে আমাদের মালিক আল্লাহ বলেছেন, ‘’সেখানে তোমাদের মন যা চাইবে এবং যার আদেশ করবে তাই রয়েছে।’’
আজকের বাচ্চারা উপেক্ষিত। সাহাবীদের সেই সোনালী যুগে বাচ্চাদের জন্য মাসজিদে ছিলো আলাদা কাতার, রমাদ্বানে সুযোগ ছিলো সিয়াম রাখার; সে যুগে তাদের বাবা-মারা তাদেরকে জান্নাতের সফলতা পাওয়ার জন্য জান্নাতের গল্প শুনাতেন। আর আমরা দুনিয়ার পরীক্ষায় সফলতার জন্য সন্তানদের গাঁধার মতো ঘরে আটকে রেখে বলি মাসজিদে যাওয়া লাগবে না, আজকে সিয়াম রাখা লাগবে না। মাসজিদগুলোতে কচিমুখের শিশুদের মুখ দেখা যায় না, ঘরের বুড়ো-বুড়িরা সাহরী খেতে জেগে উঠলেও খোকা-খুকিরা থাকে ঘুমিয়ে। আমরা ভুলে যাই মহান আল্লাহর সেই কথা, ‘’অতঃপর যাকে জাহান্নামের আগুন হতে দূরে রাখা হবে এবং জান্নাতে ঢুকানো হবে সেই সফল হলো’’। [সূরা আলে ইমরানঃ ১৮৫] “হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে। আর আপনি আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দিন”।
বি:দ্র: এসো জান্নাতের গল্প শুনি বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না

জীবন যদি হতো নারী সাহাবির মতো
ইসলামে দাড়ির বিধান
কাদিয়ানীরা অমুসলিম কেন?
আহকামে যিন্দেগী
রমজানুলমোবারক
আকাবিরের নসিহত প্রিয় তালিবে ইলম
গীবত ও তার ভয়াবহতা
মৃত্যুর পর পাপীদের ভয়ঙ্কর জগৎ
কীভাবে হবেন একজন আদর্শ শিক্ষক
আখেরাতই জীবন
গীবত ও মিথ্যা
মুখের যিনা গীবত
খোলাফেয়ে রাশেদিন-এর ৪০০ ঘটনা
কুরআন পরিচিতি
ইমাম ইবনে তাইমিয়া রহ. এর অসিয়ত
গণতান্ত্রিক আন্দোলনের সাত দশক : ইসলামপন্থি দলগুলোর ভূমিকা
মৃত্যু যবনিকার ওপারে
জাহান্নামের ভয়াবহতা
তাফসীর ফী যিলালিল কোরআন (১ম খন্ড)
আমি ভালো আছি
প্রশান্তির খোঁজে
উলামায়ে কেরামের উদ্দেশ্যে (রহ) বাণী
মরনের পরে কি হবে
অনিবার্য মৃত্যুর প্রস্তুতি
কবর
এসো দরখাস্ত লিখি (আরবি, উর্দু, ফার্সি, বাংলা ও ইংরেজি) 
Reviews
There are no reviews yet.