আমি তওবা করতে চাই………কিন্তু
কেউ হয়তো বলতে পারেন, আমি তাওবা করতে চাই কিন্তু কে আমাকে নিশ্চয়তা দেবে যে, আল্লাহ আমাকে ক্ষমা করবেন? আমি সঠিক পথে চলতে চাই কিন্তু আমার মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব রয়েছে, যদি আমি নিশ্চিতভাবে জানতে পারতাম যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন তাহলে আমি তাওবা করতাম?
আমি তাকে বলবো আপনার ভিতরে যে অনুভূতি সৃষ্টি হয়েছে সে অনুভূতি ইতিপূর্বে রাসূলের সাহাবাদের মধ্যে সৃষ্টি হয়েছিল। আপনি যদি মনোযোগ সহকারে নিম্মোক্ত দুটি রেওয়ায়েত পড়েন তাহলে আপনার মনের প্রশ্ন আশা করি দূর হয়ে যাবে।
প্রথমত. ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি আম্র ইবনে আ’স রাযিআল্লাহু তা’আলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা বর্ণনা করেন। তাতে উল্লেখ করা হয়েছে, তিনি বলেন- মহান আল্লাহ যখন আমার অন্তরে ইসলামকে পছন্দনীয় করে দিলেন, তখন আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট গিয়ে বললাম, আপনি আপনার হাত বাড়ান আমি বাইয়াত হবো। তখন তিনি হাত বাড়ালে আমি হাত গুটিয়ে নিই। তিনি বলেন, হে আম্র তোমার কি হলো? আমি বললাম, আমি শর্ত করতে চাই। তিনি বলেন, কিসের শর্ত? বললাম, আমাকে যেন ক্ষমা করে দেয়া হয়। তিনি বললেন, হে আম্র! তুমি কি জাননা যে, ইসলাম পূর্বের সবকিছু ধ্বংস করে দেয় এবং হিজরত পূর্বের সমস্ত গুণাহ ধ্বংস করে দেয় এবং হজ্জ পূর্বের সকল গুণাহ্ ধ্বংস করে দেয়। [সহীহ মুসলিম: ৩৩৬]
বি:দ্র: আমি তওবা করতে চাই………কিন্তু বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না

উসওয়ায়ে আসহাবে রাসুল
ছোটদের ইমাম আযম আবু হানীফা (রহ.)
কুরআন সুন্নাহর আলোকে ইসলামী আকীদা
তাফসীর ফী যিলালিল কোরআন (২য় খন্ড)
নাস্তিকতার স্বরূপ সন্ধান
বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ
এসো অবদান রাখি
ইসলাম ও সামাজিকতা
শত গল্পে আবু বকর (রাঃ)
জ্ঞান সাধনায় উলামায়ে কেরামের ত্যাগ ও কুরবানী (২খণ্ড একত্রে)
যুক্তির নিরিখে ইসলামী বিধান
নূরানী নামাজ শিক্ষা (জরুরি মাসলা মাসায়েলসহ)
আরজ আলী সমীপে 
Reviews
There are no reviews yet.