আমার দেখা পৃথিবী (৪র্থ খন্ড)
আমার দেখা পৃথিবী (৪র্থ খন্ড) গ্রন্থটি লেখকের সফরনামার তৃতীয় সংকলন “সফর দর সফর” এর বাংলা অনুবাদ। গ্রন্থটি প্রথমে “পৃথিবীর দেশে দেশে” নামে প্রকাশিত হয়। পরবর্তীতে প্রকাশিত হয় “আমার দেখা পৃথিবী চতুর্থ খণ্ড” নামে। গ্রন্থটিতে লেখক তাঁর ফিজি, ইরান, নিউজিল্যান্ড, সিরিয়া, কিরগিজিস্তান, আলবেনিয়া, রাশিয়া, জাপান, ল্যাটিন আমেরিকা, তাজিকিস্তান, হিন্দুস্তান ও জর্দানের সফরনামা সংকলিত করেন।
সংশ্লিষ্ট দেশগুলোর বিভিন্ন সংগঠন, ওলামা কেরাম ও বিশিষ্ট ব্যাক্তিবর্গের দাওয়াতে লেখক দেশগুলো সফর করেন। সফরের বিবরণে সেসব দেশগুলোর ইতিহাস বিশেষ করে ইসলামী দাওয়াত ও ফিকিরের ইতিহাস এবং সমকালীন অবস্থার চিত্র তুলে ধরেন। পাশাপাশি সেখানে অবস্থিত বিভিন্ন ঐতিহাসিক স্থান ও আলেমদের মাযার যিয়ারত করেন।
এই সফরনামার সবচে’ চমকপ্রদ অংশ ছিল সিরিয়া সফরে রাসূল ﷺ এর পবিত্র চুল মুবারকের যিয়ারত লাভ। এছাড়াও রয়েছে জর্দান সফরে সেই বৃক্ষটির দর্শন যার নিচে নবীজী বালক অবস্থায় চাচা আবু তালেবের সাথে সিরিয়া সফরের সময় বিশ্রাম নিয়েছিলেন। আরো রয়েছে রোম সম্রাট হিরাক্লিয়াসের নিকট পাঠানো নবীজীর পত্রটির দর্শন।
এই সফরনামার আরেকটি আকর্ষনীয় অংশ হল লেখকের হিন্দুস্থান সফর। নিজের জন্মস্থান দেওবন্দ সফর করে লেখক স্মৃতি বিজড়িত হয়ে পড়েন। এই সেই দেওবন্দ, যেখানে তিনি জন্মেছিলেন, কেটেছে শৈশবের প্রিয় দিনগুলি। পৈত্রিক ভিটা ও অনেকদিনের না দেখা স্বজনদের দেখে সবাই আবেগে আপ্লুত হয়ে পড়েন। লেখকের আগমন উপলক্ষে দেওবন্দে সাজ সাজ রব পড়ে যায়। দেওবন্দ ছাড়াও লেখক এই সফরে দিল্লি, তামিলনাড়ু, কর্ণাটক ও ব্যাঙ্গালুরু ভ্রমণ করেন। এছাড়াও লেখক শের-ই-মহীশূর খ্যাত সুলতান টিপু রহ.’র স্মৃতি বিজড়িত শহর “সরঙ্গাপটম” সফর করেন।
সাধারণ একজন ব্যাক্তি আর একজন আলেমের সফরনামার মধ্যে অনেক তফাৎ থাকে। সাধারণ মানুষ যখন সফরনামা লেখে, সেগুলোর উপজীব্য হয় মূলত বিভিন্ন ভৌগলিক ও জনগোষ্ঠীর বর্ণনা। আর একজন আলেমের সফরনামার উপজীব্য হয় সংশ্লিষ্ট স্থানের ইসলামী দাওয়াত ও ফিকিরের ইতিহাস। লেখকের সফরনামা গুলিতে পাঠক ব্যাপারটি উপলদ্ধি করতে পারবেন। সাধারণ একজন লেখক যেখানে দুনিয়ার ক্ষণস্থায়ী সৌন্দর্য দেখে সেগুলোর প্রশংসায় মেতে উঠেন, লেখক সেখানে বলে উঠেন –
فَتَبَارَكَ اللّٰهُ اَحْسَنَ الْخَالِقِيْنَ.
‘সুন্দরতম স্রষ্টা আল্লাহ, বরকতময়’
লেখকের এই সফরনামা গুলোর আরেকটি প্রয়োজনীয় দিক হল: লেখক যেখানে সফর করেছেন সেখানকার দ্বীনি দাওয়াতের চিত্র তুলে ধরেছেন। সেখানকার মুসলিমদের অবস্থা বর্ণনা করেছেন ও দ্বীন পালনে তাদের আন্তরিকতার চিত্র ফুটিয়ে তোলেন। যেসব জায়গায় আরো ব্যাপক দাওয়াতী তৎপরতার প্রয়োজন বোধ করেছেন, সেটার উল্লেখ করে মুসলিমদের এগিয়ে আসার আহ্বান করেছেন।
বইটির কাঠামোগত দিক নিয়ে কিছু কথা না বললেই নয়। সামান্য কিছু মুদ্রণ প্রমোদ ছাড়া তেমন ত্রুটি দেখা যায়নি। গুণগত মন ঠিক রেখে ও অনর্থক সাজসজ্জা না বাড়িয়ে প্রকাশক বইয়ের দাম সবার নাগালের মধ্যেই রেখেছেন। বইকে কোন বিশেষ পাঠক শ্রেণীর মাঝে সীমাবদ্ধ না রেখে সকল পাঠকের কথা মাথায় রাখার জন্য প্রকাশনীকে অশেষ মুবারকবাদ। আল্লাহ উনাদের সক্ষমতা বাড়িয়ে দিক ও উনাদের প্রচেষ্টায় সমৃদ্ধি দান করুক।
আমাদের সবার জন্য সকল দেশ ভ্রমণ সম্ভবপর নয়। কিন্তু বিশ্বায়নের এই যুগে নিজের দেশ ছাড়াও অন্যান্য দেশ ও জাতিগোষ্ঠী সম্পর্কে জানা জরুরী। পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডের ইসলামী দাওয়াত ও আলিমদের মেহনতের কাহিনীও জানা জরুরী। মুফতি মুহাম্মদ তাকী উসমানী হাফি.’র সফরনামাগুলো এই প্রয়োজনটা অনেকাংশেই পূরণ করবে। এতে দ্বীনের প্রতি আমাদের আন্তরিকতা বৃদ্ধির পাশাপাশি পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে ছড়িয়ে থাকা আমাদের ভাইদের সম্পর্কেও জানাশোনা হবে। বৃদ্ধি পাবে সার্বজনীন ভ্রাতৃত্ব।
বি:দ্র: আমার দেখা পৃথিবী (৪র্থ খন্ড) বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.