আমাদের কথা

ইসলামিক বইঘর ডট কম একটি অনলাইন বুক শপ ।

অনলাইন জগতে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম ইসলামিক বইঘর। শুধু মুনাফা অর্জনই নয়, গ্রাহকের যৌগ্য মূল্যয়নে আমরা সচেষ্ট। বাংলাদেশের সকল প্রান্তে  ইসলামের আলো পৌছে দিতে আমরা এমন একটি ই-কমার্স প্লাটফর্ম ডেভেলপ করেছি যেখান থেকে আপনি গুনগত ও মান সম্পন্ন ইসলামিক বই ও আনুষঙ্গিক দ্রব্যসামগ্রী  স্বল্প সার্ভিস চার্জে  খুব সহজেই পেতে পারেন।

স্বল্প মুনাফা অর্জনে গ্রাহকের পূর্ণ সেবা প্রদানের এক মহৎ ব্রত নিয়ে আমাদের ইসলামিক বইঘর ডট কম ২০১৭ সালের ১০ই অক্টোবর এই পথে যাত্রা শুরু  করে।

লক্ষ্য-উদ্দেশ্য

বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহত্তম মুসলিম দেশ। ইসলামের সূচনাকাল থেকেই এদেশের মানুষ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে ধর্ম পালন করে আসছে। কিন্তু নানা প্রতিবন্ধকতার কারণে আমাদের দেশের বৃহত্তর জনগোষ্ঠীর কাছে  ইসলামের সঠিক শিক্ষা বা বই পৌঁছে না। ফলে সমাজে জন্ম নেয় নানা কুসংস্কার ও অন্ধ বিশ্বাস। অনলাইন বা মোবাইল ফোনে যুক্ত এমন সকলের কাছে কোরআন, হাদীস ও অন্যান্য ইসলামী বই পৌঁছে দেয়ার মহান ব্রত নিয়ে আমাদের যাত্রা। আল্লাহ তায়ালা অবশ্যই এক্ষেত্রে আমাদের সহায় হবেন।

এখানে যা পাবেন

এখানে মূলত কোরআন শরীফ, হাদীসগ্রন্থ ও অন্যান্য ইসলামী বই পাওয়া যাবে। এছাড়াও কওমী মাদরাসার পাঠ্য কিতাব, শরাহ, ব্যাখ্যাগ্রন্থ, বাংলানোট, দেশ-বিদেশে প্রকাশিত আরবী-উর্দু কিতাব, আতর, তসবীহ, জায়নামায, টুপি ও অন্যান্য দ্রব্য পাওয়া যাবে। এছাড়া আলিয়া মাদরাসা ও মাদানী নেসাব প্রকাশনার বই ও দরসী কিতাবও পাওয়া যাবে। বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে অনলাইনে অথবা ফোনের মাধ্যমে অর্ডার করা যাবে। এবং অর্ডারকৃত কিতাব ও দ্রব্য সরাসরি বা কুরিয়ারের মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছে যাবে।