আত্মশুদ্ধির দশ নীতি
চতুর্থ খলিফা আলী বিন আবি তালিব (রাযি.) বলেছেন, “হে লোকেরা, আমি তোমাদের ব্যাপারে যে সকল বিষয় নিয়ে ভয় করি, তার মধ্যে সবচেয়ে ভীতিকর বিষয় হচ্ছে দীর্ঘ আশা ও প্রবৃত্তির অনুসরণ। কেননা, দীর্ঘ আশা আখিরাতকে ভুলিয়ে দেয়, আর প্রবৃত্তির অনুসরণ হক থেকে বিচ্যুত করে।
নিশ্চয় দুনিয়া পিছিয়ে যাচ্ছে আর আখিরাত এগিয়ে আসছে। এদের প্রত্যেকেরই নিজ নিজ সন্তান রয়েছে। তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হয়ো না। আজকের দিনটা আমলের জন্য, হিসাবের জন্য নয় কিন্তু আগামীকাল কেবল হিসাবেরই জন্য, আমলের জন্য নয়।”
বোধসম্পন্ন ও বুদ্ধিমান বান্দার উচিত আল্লাহ আযযা ওয়া জাল এর কাছে সবর ও নাজাত প্রার্থনা করা, যাতে করে সে নফসকে ধ্বংস করে দেওয়ার মতো সকল পথ ও গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। কেননা, বান্দার কাছে তার দ্বীন তো সম্পদ অপেক্ষা অগ্রগণ্য, দ্বীন নষ্ট হয়ে গেলে দুনিয়া ও আখিরাত উভয়টিতেই এর খেসারত দেওয়া লাগবে।
আমাদের বর্তমান জামানার কথা তো না বললেই নয় যখন ফিতনাগুলো বৃষ্টির মত মানুষের ওপর বর্ষিত হচ্ছে। অত্যাধুনিক ডিভাইস, সন্দেহজনক বিভিন্ন বিষয় ও জঘন্য সব প্রোগ্রামের মাধ্যমে প্রবৃত্তি ও সন্দেহের দরজা খুলে দেওয়া হয়েছে। ফলে অধিকাংশ মানুষ গুনাহে পতিত হয়েছে এবং হিদায়াত থেকে দূরে সরে গিয়েছে। আমরা আল্লাহর কাছেই এই অবস্থা থেকে সুস্থতা ও নিরাপত্তা কামনা করি।
খলিফাতুর রশীদ আবু বকর আস সিদ্দীক (রাযি.) বলেছেন, “আল্লাহর বান্দারা, জেনে রাখো, তোমরা (অযথা) দিন পার করছ আর আরামে আছ অথচ এ বিষয়ে তোমাদের কোনো ধারণাই নেই। যদি তোমরা সময়গুলো এভাবে কাটাতে পার যে, তাতে আল্লাহর জন্য আমল করবে, তাহলে সেটাই করো। আর আল্লাহর সাহায্য ছাড়া তোমরা এটা করতে পারবে না। কাজেই তোমাদের জন্য নির্ধারিত সময়ের মধ্যে (নেক আমলের জন্য) সম্মুখপানে ধাবিত হও। এমন যেন না হয় যে, তোমরা তোমাদের সময় শেষ করে ফেললে আর এই সময় থেকে কেবল নিকৃষ্ট আমলগুলোই ফিরে পেলে। কেননা, অনেক জাতিই তাদের সময়গুলো (নিজের ভালোমন্দ বাদ দিয়ে) অন্যের চিন্তায় ব্যয় করেছে। নিজেদের কথা বেমালুম ভুলে গেছে। আমি তোমাদের তাদের মতো হতে নিষেধ করছি। কাজেই তোমরা (আমলের জন্য) তাড়াহুড়া করো, তাহলেই নাজাত পাবে। তোমাদের পেছনে এমন এক ওতপাতা শিকারী রয়েছে, যার গতি খুবই ক্ষিপ্র, সে শীঘ্রই এসে পড়বে—অর্থাৎ মৃত্যু।”
-ইমাম ইবন আবি শাইবাহ, আল মুসান্নাফ, হা : ৩৫৫৭২
বি:দ্র: আত্মশুদ্ধির দশ নীতি বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.