ছোট কাজের বড় ফল
বিন্দু থেকে সিন্ধু হয়। একটি পুরনো প্রবাদ। তবে এর বাস্তবতা অন্তহীন। হাজার মাইলের যাত্রা শুরু হয় একটি পদক্ষেপের মাধ্যমেই। কোটি টাকার গণনার শুরুতেও আমরা পাই এক সংখ্যাকে।
আমাদের জীবনে এমন হাজারও কাজ আছে, যেগুলো দেখতে খুব ছোট; তবে সেগুলো সাফল্যের বুনিয়াদ। হেলা অবহেলায় সেগুলোর ওপর আমাদের নজর পড়ে না। ফলে নিজের অজান্তে মাশুল গুণতে হয় যাপিত জীবন।
ছোট কাজের বড় ফল বইয়ে পাঠক একত্রে পাবেন দৈনন্দিন জীবনের কিছু খুটিনাটি বিষয়। এটা আমাদের অবিনশ্বর দীনের প্রাকৃতিরও পূর্ণ অনুসরন। তাতে আক্কায়েদের মতো মৌলিক বিষয়াদির পাশাপাশি রাস্তার কাঁটা সরানোর কথাও বিবৃত হয়েছে গুরুত্বের সাথে। বইটিতে বাস্তব জীবনের বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
বি:দ্র: ছোট কাজের বড় ফল বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Mohammad ali aRiya –
ভালো লাগছে ?
Mohammad ali aRiya –
ভালো লাগার মতো একটি বই?