নারীর দোষ-গুণ
কুরআন ও হাদীসে মহিলাদের অনেকগুলো সদগুন ও ভালো স্বভাবের কথা উল্লেখ করা হয়েছে, যেগুলো অবলম্বন করে একজন নারী ইহজীবন সফল ও সুখী মানুষে মরিণত হতে পারে এবং পরজীবনে অধিকারিণী হতে পারে জান্নাতের।
পাশাপাশি এমন কতগুলো দোষ তথা খারাপ স্বভাবও আছে, যেগুলো গ্রহন করতে আল্লাহ ও তাঁর রাসূল মহিলাদের বারণ করে দিয়েছেন, যেগুলো অবলম্বন করার ফলে একজন নারী খারাপ নারী বলে বিবেচিত হয়, দুনিয়া ও আখেরাতে সমূহ কল্যাণ থেকে বঞ্চিত হয়ে পড়ে এবং আল্লাহ ও তাঁর রাসূলের বিরাগভাজন হয়ে নিজের দুনিয়া ও আখেরাত উভয় জগতই হারিয়ে বসে, যার জন্য আল্লাহ ও তাঁর রাসূল কঠোর শাস্তির ঘোষণা দিয়ে রেখেছেন। ইহজগত ও পরজগত সুখী ও সফল হতে হলে যার থেকে বেঁচে থাকা একান্ত কর্তব্য।
বইটি দুইভাগে বিভক্ত। প্রথম ভাগে আলোচনা করা হয়েছে নারীর সদ গুন গুলো নিয়ে, যেগুলো বরণ করে নেওয়া নারীজীবনের জন্য একান্ত জরুরী।
দ্বিতীয় ভাগে উপস্থাপন করা হয়েছে সেই দোষ গুলোর কথা, একজন নারীর পবিত্র ও সুখময় জীবনের জন্য যেগুলো বর্জন করা একান্ত আবশ্যক।
বইটি পুরোপুরিই কুরআন ও হাদীসের আলোকে সাজানো। এক কথায় একজন নারীর গ্রহণীয় ও বর্জনীয় স্বভাবগুলোর ব্যাপারে আল্লাহ ও তাঁর রাসূল যা বলেছেন, সূত্রসহ সেই কথাগুলোই সহজ ও সরলভাবে নারীর দোষ-গুণ বইটিতে তুলে ধরা হয়েছে।
বি:দ্র: নারীর দোষ-গুণ বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.