ইসলামি আকিদা ও মানহাজ (সুরা ফাতিহার আলোকে)
ইমান ভঙ্গকারী বিষয়সমূহ মৌলিকভাবে তিন প্রকার :
ক.বিশ্বাসগত।
খ. উক্তিগত।
গ.কর্মগত।
ইমান ভঙ্গের বিশ্বাসগত কারণ :
- অস্বীকার ও মিথ্যা প্রতিপন্ন করা।
- দীনের সুনিশ্চিত ও সুপ্রমাণিত কোনো হারাম বিষয়কে হালাল মনে করা।
- রুবুবিয়্যাহ তথা প্রভুত্বের ক্ষেত্রে শিরক।
- আল্লাহর দীন থেকে বিমুখ হওয়া। দীনের ইলম এবং আমলের ব্যাপারে বিমুখতা প্রদর্শন করা।
- রাসুলুল্লাহ ﷺ কর্তৃক আনীত দীনের কোনো বিধানের প্রতি অপছন্দ ও ঘৃণামূলক মনোভাব লালন করা।
ইমান ভঙ্গের উক্তিগত কারণ :
- আল্লাহ, তাঁর রাসুল কিংবা তাঁর দীনকে গালি দেওয়া।
- আল্লাহ ব্যতীত অন্যরা অপারগ—এমন কোনো বিষয়ে গাইরুল্লাহকে আহ্বান করা এবং গাইরুল্লাহর কাছে সাহায্য চাওয়া।
- নবুওয়াত দাবি করা।
- দীনের অকাট্য কোনো বিধানকে মিথ্যা প্রতিপন্ন করা।
ইমান ভঙ্গের কর্মগত কারণ :
- গাইরুল্লাহর জন্য ইবাদত করা।
- আল্লাহর পরিবর্তে নিজে আইন প্রণয়ন করা।
- মুসলমানদের বিরুদ্ধে কাফিরদের সাহায্য করা।
পুরো কুরআনের সারনির্যাস হলো সুরা ফাতিহা। তার আলোকে ইসলামি আকিদা ও মানহাজ নিয়ে নাতিদীর্ঘ আলোচনা হয়েছে প্রকাশিতব্য এ বইটিতে। মানহাজ শব্দটা নিয়ে আমাদের সমাজে, বিশেষ করে ফেবুপাড়ায় যথেষ্ট বিভ্রান্তি রয়েছে। এ শব্দটা শুনলেই অনেকের মানসপটে ভেসে ওঠে নির্দিষ্ট কোনো দল বা গোষ্ঠীর চিত্র। আদতে যা নিরেট অজ্ঞতা বৈ কিছু নয়। কারণ, আমরা মুসলিম। আমাদের মানহাজ আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মানহাজ। আর এ কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আদর্শ লালনকারী প্রতিটি দলকেই আমরা ভালোবাসার বন্ধনে আবদ্ধ করি এবং তাদের কাজকর্মকে সমর্থন করি। এখানে নির্দিষ্ট কোনো দলকে টেনে ব্যাপক বিষয়কে সীমাবদ্ধ করা অর্থহীন এবং অযৌক্তিক।
বইয়ের নামে মানহাজ শব্দটি চয়ন করার পেছনে এ বিভ্রান্তি কাটানোও অন্যতম লক্ষ্য। ইদানীং একটি ফেসবুক গ্রুপকে কেন্দ্র করে যা পারস্পরিক বিরোধ ও বিসংবাদ সৃষ্টি করছে।
আমাদের আকিদা তা-ই, যা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকিদা। আমাদের মানহাজ তা-ই, যা ছিল মহান সালাফে সালেহিনের মানহাজ।
ইসলামি আকিদা ও মানহাজ (সুরা ফাতিহার আলোকে)
বি:দ্র: ইসলামি আকিদা ও মানহাজ (সুরা ফাতিহার আলোকে) বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.