রক্তে আকা ফিলিস্তিন
‘গাজাকে পৃথিবীর সবচেয়ে বড় ও উন্মুক্ত কারাগার বলেন অনেকে। আমরা (গাজাবাসী) বলি, তার থেকেও খারাপ। কারাগারে মানুষ নিতান্ত তিনবেলা খাবার পায়। পানি পায়। মাথার ওপরে থাকে ছাদ। সকাল-সন্ধ্যা মৃত্যু পরোয়ানা নিয়ে ঘুম থেকে উঠতে হয় না কারাবন্দীদের।
কারাগারে মানুষদের দু’দিন পর পর চোখের জলে প্রিয়সন্তানকে কাফনের কাপড় পরিয়ে রেখে আসতে হয় না অন্ধকার কবরে। ছিন্ন-বিছিন্ন সন্তানের মৃতদেহের কিছু অংশ হাসপাতালে রেখে এসে ‘হারিয়ে ফেলা হাতটি’ খুঁজতেও নামতে হয় না রাস্তায়। আমাদের আগে তিন পুরুষ অমানবিক অত্যাচারের মধ্য দিয়ে পশুর মতো জীবন কাটিয়েছে। আমরাও একইভাবে পশুর মতো জীবনযাপন করছি। হয়তো একই পরিণতি হবে আমাদের সন্তানেরও। কিন্তু তাদের সন্তানের জন্য একটি মুক্ত ফিলিস্তিন আমরা রেখে যাবো ইনশা আল্লাহ!’
রক্তাক্ত, ক্ষত-বিক্ষত উম্মাহর হৃদপিন্ড বায়তুল মোকাদ্দাস-পবিত্র আকসার ইতিহাস, ইহুদি-ষড়যন্ত্র ও পরিণতি নিয়ে রচিত রক্তে আঁকা ফিলিস্তিন। পরিমার্জিত তৃতীয় সংস্করণ।
বি:দ্র: রক্তে আকা ফিলিস্তিন বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Muhammad Nuruddin Murad –
আমাদের মুসলিমদের জন্যে এটি অবশ্য পাঠ্য একটি বই৷ শুধুমাত্র ফিলিস্তিনই নয়, ইতিহাসের অনেক অজানা অলিগলি ঘুরে ফেলতে পারবেন বইটির মাধ্যমে। যে ইতিহাসগুলো আমাদের পাঠ্য বই থেকে মুছে ফেলা হয়েছে, মুছে ফেলা হয়েছে মুসলিম সন্তানদের মন-মগজ থেকে সেগুলোর কিছু কিছুর সন্ধান মিলবে এখানে। এই গুপ্ত ইতিহাস আমাদের মস্তিষ্কের নিউরণে যেমন অনুরণন তুলবে তেমনি হৃদয় গাঙে ভালোবাসার জোয়ার তুলবে মুসলিম উম্মাহর জন্যে। ভীষণ তথ্যবহুল একটি বই৷ অসাধারণ! অনেক জিজ্ঞাসার জবাব পেয়েছি এখানে। আল্লাহ লেখক জসিমউদ্দিন আহমদ ভাইকে উত্তম প্রতিদান দিন দুনিয়া ও আখিরাতে।
nd.ubaidullah –
অনেক ভালো একটা বই