৩১৩ মাশায়েখে বাংলাদেশ (১ম ও ২য় খন্ড)
বাংলাদেশের শহর-নগর-গ্রাম সবখানে আজ মসজিদ-মাদরাসার ছড়াছড়ি। মাদরাসাগুলোতে বিশুদ্ধ ইসলামি শিক্ষার পাঠদান হচ্ছে। দিনদিন মসজিদের সংখ্যা যেমন বাড়ছে, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে নামাযির সংখ্যা। ছোট্ট আয়তনের দেশ বাংলাদেশে ইসলামের এমন ব্যাপক চর্চার নেপথ্যে যাদের অবদান সর্বাধিক ও প্রধান, তারা হলেন এদেশের সম্মানিত পীর-বুজুর্গ ও উলামা-মাশায়েখ।
ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশের ৬৪ জেলায় আজ যেই সারি সারি মসজিদ-মাদরাসা-মকতব-নুরানি কিন্ডারগার্টেন দেখা যাচ্ছে, উলামায়ে কেরামই দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে সেই বাতিঘরগুলো প্রতিষ্ঠা করেছেন। মাসের পর মাস উপোস থেকে, কখনো বা অর্ধবেলা খেয়ে যেকোনো মূল্যে মাদরাসার কার্যক্রম সচল রেখেছেন। রোদ-বৃষ্টি-ঝড়-বন্যা উপেক্ষা করে দ্বীনের দাওয়াত নিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া ছুটে বেরিয়েছেন।
কিন্তু দুঃখজনক সত্য হলো, বাংলাদেশের ত্যাগী উলামায়ে কেরামের সেই দীর্ঘ অবদান ও সংগ্রামের বর্ণাঢ্য ইতিহাস সুরক্ষিত নেই। তাদের মৃত্যুর সাথে সাথে তাদের সংগ্রামী জীবনের বিবরণ মাটির নিচে চাপা পড়ে যাচ্ছে। এই দুঃখজনক চিত্র আমাদের ব্যথিত করে।
বাংলাদেশের সুমহান উলামায়ে কেরামের সেই ইতিহাস সংরক্ষিত রাখার পরিকল্পনা থেকে প্রকাশিত হয় নতুন বই ‘৩১৩ মাশায়েখে বাংলাদেশ’। হাজি শরিয়তুল্লাহ, মুন্সী মেহেরুল্লাহ, পীর মুহসেনুদ্দিন দুদু মিয়া থেকে শুরু করে বিগত দেড়শো বছরে, বিশেষত স্বাধীনতার পর গত 56 বছরে যেসকল উলামায়ে কেরাম মসজিদে ইমামতি, মাদরাসায় পাঠদান, পত্রিকায় লেখালেখি, তাবলীগে দাওয়াত ও রাজপথে ইসলামি রাজনীতির মাধ্যমে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে ইসলামের প্রতিনিধিত্ব করেছেন, ২ খণ্ডের এই বইটিতে তাদের জীবন-কর্ম উঠে এসেছে।
সুদূর রংপুর, সিলেট, বাগেরহাট, চট্টগ্রামের আঞ্চলিক আলিমদের জীবনকর্ম যেমন উঠে এসেছে, তদ্রূপ রাজধানী ঢাকার খ্যাতিমান আলেম, স্কলার, খতিব, বক্তা ও রাজনীতিবিদদের জীবনীও আলোচিত হয়েছে সমানতালে। এক কথায় বলা যায়, একমলাটে তিন শতাধিক মরহুম আলিমের বর্ণাঢ্য জীবনের প্রামাণ্য গ্রন্থ।
বইটিতে তাদের জন্ম, শিক্ষাজীবন, কর্মজীবন, অবদান, বৈশিষ্ট্য, কারামত ও মৃত্যুর তাবৎ তথ্য পরিবেশন করা হয়েছে। সে হিসেবে বইটি বাংলার আলেমসমাজের জাতীয় সামাজিক ও অর্থনৈতিক অবদানের প্রামাণ্য গ্রন্থ।
বইটির সকল তথ্য যথেষ্ট যাচাই-বাছাই করে নেওয়া হয়েছে। অধিকাংশ প্রবন্ধ লিখেছেন পরিবারের সদস্যবর্গ। এর বাইরে জাতীয় পত্রিকা, ম্যাগাজিন, স্মারকগ্রন্থ ও লব্ধপ্রতিষ্ঠ জীবনীকারদের কাছ থেকেও প্রবন্ধ নেয়া হয়েছে।
70 গ্রাম অফসেট কাগজ, ঝকঝকে ছাপা, মজবুত বাঁধাই পাঠকবর্গকে আকৃষ্ট করবে। ১১৫২ পৃষ্ঠার বিশাল কলেবরের বইটির মুদ্রিত মূল্য মাত্র ২০০০ টাকা। আমরা বইটির বহুল প্রচার কামনা করি।
বি:দ্র: ৩১৩ মাশায়েখে বাংলাদেশ (১ম ও ২য় খন্ড) বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.