ওয়ার্ল্ড ক্রাইসিস অ্যান্ড প্রোটোকলস (বি হাইন্ড দ্যা জায়োনিজম)
হিটলারের এ কথা লোকমুখে তো আমরা সবাই শুনেছি। ‘আমি সামান্য কিছু ইহুদি রেখে যাচ্ছি। আমি চাইলেই সব ইহুদি হত্যা করতে পারতাম। তবে করিনি৷ কিছু ইহুদি রেখে যাচ্ছি, যাতে বিশ্ববাসী বুঝতে পারে—আমি কেন ইহুদি হত্যায় মেতেছিলাম!’
বিশ্ব আজ তাদের তাড়নায় আন্দোলিত, ষড়যন্ত্রে যত্র-তত্র। তাদের ষড়যন্ত্র কেবল মুসলমানদের ঘিরেই নয়, বরং বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে তাদের ষড়যন্ত্রমূলক ভাইরাস।
ইহুদিরা কেবল মুসলমানদেরই নয়, বরং সমগ্র বিশ্বের জন্যেই এক চরম অভিশাপ—এক চিরন্তন ষড়যন্ত্রকারী ভয়ংকর শত্রু, যারা যুগে যুগে ষড়যন্ত্রের জাল বুনে আসছে। সভ্যতাকে অন্ধকারে ঠেলে দিচ্ছে। সময়ের পালাবদলে ইহুদিরা নিজেদের স্বার্থ হাসিলের জন্যে সমাজ, রাষ্ট্র ও ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসেছে। তারা কখনো অর্থনীতি নিয়ন্ত্রণ নিয়ে, কখনো রাজনীতির আড়ালে, কখনো বা সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে বিশ্বকে নিজেদের কব্জায় নেয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আবার কখনো মিডিয়ার মাধ্যমে মানুষের মনোজগতে প্রভাব ফেলে, কখনো সরাসরি যুদ্ধ বাধিয়ে জাতিগুলোকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এ বই দুটো আপনাকে তাদের এই ষড়যন্ত্রগুলোর দলিল দেবে।
যারা আন্তর্জাতিক রাজনীতি, মুসলিম বিশ্বের অবস্থা এবং গোপন শক্তির প্রভাব সম্পর্কে জানতে আগ্রহী, তাদের জন্য “ওয়ার্ল্ড ক্রাইসিস অ্যান্ড প্রোটোকলস” নিঃসন্দেহে অবশ্যপাঠ্য বই।
বি:দ্র: ওয়ার্ল্ড ক্রাইসিস অ্যান্ড প্রোটোকলস (বি হাইন্ড দ্যা জায়োনিজম) বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.