গাযার গর্জন
ঠিক কেন ফিলিস্তিনিদের ওপর রক্তাক্ত আগ্রাসন চালাচ্ছে ইসরাইলিরা? কীভাবে এর সূত্রপাত? ঘুরে ফিরে বারবার গাযার নামই বা কেন আসে? ধ্বংসস্তূপে পরিণত করা গাযার ইতিহাস কী? কীভাবে ফিলিস্তিনিরা উড়ে এসে জুড়ে বসা ইসরাইলের কাছে ভূমি হারালো? নিজ ভূমিতে নিজেরাই কীভাবে পরাধীন? ফিলিস্তিনের হামাস, ফাতাহ- আর ওদিকে ইসরাইলের জায়োনিস্ট সরকার, আইডিএফ- এসব মিলিয়ে পবিত্র ভূমিতে রাজনীতির ভবিষ্যৎ কী? ৭ অক্টোবরের ঘটনা কী? জায়োনিস্টদের পরিকল্পনার শুরুটা হলো কখন? ভবিষ্যতে কী হতে পারে? পশ্চিম তীরেও কি একই ঘটনা হবে?
ফিলিস্তিনের ওপর ইসরাইলের রক্তাক্ত আগ্রাসন নিয়ে তো অনেক বই-ই রয়েছে, কিছু বই আপনাকে নিয়ে যাবে অনেক গভীরে। কিন্তু এই ‘গাযার গর্জন’ বইটি লেখার চেষ্টা করা হয়েছে সকলের জন্য উপযোগী করে- মলাটবদ্ধ দেড়শো বছরের বিস্তারিত ইতিহাস। এ বইটি পড়ে ফেললেই যেন যেকোনো পাঠকই বুঝে যান পবিত্র ভূমিতে ফিলিস্তিনিদের ওপর আগ্রাসনের আগাগোড়া ইতিহাস।
স্বাধীন ফিলিস্তিনের স্বপ্ন আর কতদূর!
বি:দ্র: গাযার গর্জন বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.