ইন্টেরিয়র ইনসাইড
প্রবাসী ক্লায়েন্টদের কলে প্রায়ই মন খারাপ হত। উনারা বলতেন, ভাই কষ্টার্জিত অনেক টাকাই দেশে পাঠিয়েছিলাম বাড়ি করার জন্য। কোনো হিসেব-নিকেশ নাই, কাজের কোয়ালিটি নাই, বাড়িতে গিয়ে আমি কোনো রুমই খুঁজে পাই না। এখন, বাড়ির ইন্টেরিয়র ডিজাইন করে ভেতরকার কিছু সমস্যার সমাধান করতে চাই। এবার আর পরিকল্পনাহীন কাজ করে ভুল করতে চাই না।
বিলিভ ইট অর নট, উনাদের মনে একটা চাপা কষ্ট ছিল, কেননা, দেশে না থাকার ফলে পরিকল্পনাহীন কাজ করতে গিয়ে প্রায় সব ক্ষেত্রেই ঠকে যায়। এছাড়া, কোনো প্ল্যানিং ছাড়া বাড়ি নির্মাণ বা ইন্টেরিয়র ডিজাইন করার ফলে অতিরিক্ত বাজেট বা হিডেন খরচের বেড়াজালে আটকে পড়ে।
এছাড়া দেশে অবস্থানরত অনেক ক্লায়েন্ট আছেন, ইন্টেরিয়র কাজের শুরুতে গাইডলাইন বা প্রস্তুতির অভাবে পরবর্তীতে নানা ঝামেলায় পড়েন এবং অতিরিক্ত খরচ বহন করেন।
সেই বিড়ম্বনার সূত্র খুঁজতে গিয়ে আমার এই বই লেখা। আমি লেখক হিসেবে একদমই নতুন। নিজের অর্জিত জ্ঞান এবং অভিজ্ঞতার আলোকে চেষ্টা করেছি একান্তই মনের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার। এই বইয়ে দেওয়া কিছু অংশের তথ্য সময় সাপেক্ষে আংশিক পরিবর্তিত হতে পারে, যেহেতু প্রতিদিন নতুন নতুন গবেষণাপত্র বের হচ্ছে, তাই নিজের বিচক্ষণতাও কাজে লাগাবেন।
আপনার বাসস্থান হল আপনার ব্যক্তিত্বের প্রতিচ্ছবি। এই বইটি আপনাকে নিজের ঘরকে আরও সুন্দর, আরামদায়ক এবং পরিপাটি করে তুলতে সাহায্য করবে। আমি আপনাকে নানা ধরনের ডিজাইন শৈলী, রঙের সমন্বয়, আসবাবপত্র নির্বাচন এবং স্থান ব্যবহারের কৌশল জানানোর চেষ্টা করব।
এছাড়া কখন থেকে কাজের প্রস্তুতি নিবেন, কীভাবে ইন্টেরিয়র কাজ শুরু করবেন, শুরু করার প্রক্রিয়াগুলো কী কী, যে ভুলের ফাঁদে পা দিবেন না, হিডেন খরচ থেকে বাঁচতে কী পদক্ষেপ নিবেন এই সমস্ত বিষয়াদি নিয়ে আলোচনা করব।
ইন্টেরিয়র ইনসাইড
বি:দ্র: ইন্টেরিয়র ইনসাইড বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.