তারা সাতজন ও একটি কুকুর | আলোর গল্প, ভালোর গল্প সিরিজ-২
“শয়তান ও তার অনুসারীরা মানুষকে বিপথগামী করে। তারা নানান উপায়ে মানুষকে সুপথে চলতে বাধা দেয়। বাধা না মানলে নির্যাতন করে, বসতবাড়ি থেকে তাড়িয়ে দেয়; এমনকি হত্যাও করে।
কিন্তু পরীক্ষার পর আল্লাহ সৎপথের মানুষদের বিজয় দান করেন। ‘তারা সাতজন ও একটি কুকুর’ গল্পে আমরা এমনই একটি ঘটনা জানব। ‘আবাবিল ও আবরাহা’ গল্পেও দেখব, আল্লাহ কীভাবে দুষ্ট লোকদের ফন্দি নষ্ট করেন ক্ষুদ্র প্রাণী দিয়ে।
শোকর করলে আল্লাহ তায়ালা অনুগ্রহ বাড়িয়ে দেন, আর না-শোকর করলে কখনো কখনো নিয়ামত কেড়ে নেন। ‘তারা তিনজন’ গল্পে আমরা এমনই একটি ঘটনা জানব।
‘পাথর চাপা গুহা’ গল্পে আরও জানব, ভালো কাজ কীভাবে মানুষের বিপদ কাটিয়ে দেয়। চলো তাহলে গল্পের দরিয়ায় ডুব দিই!”
বি:দ্র: তারা সাতজন ও একটি কুকুর | আলোর গল্প, ভালোর গল্প সিরিজ-২ বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.