পূর্ব বাঙলার ভাষা
পাঠক, আপনার কলবের শুদ্ধতায় আমি ঈমান রাখছি। আমি জানি, আপনি বুঝবেন, কত সতর্কতার সাথে এই বহিতে চিন্তা, বক্তব্য ও প্রকাশের সব নাঈভিটিগুলা সপ্রাণ রাখা হইছে। বুদ্ধির বাইরে সংবেদনগুলা, অ-জ্ঞানের জায়গাগুলা এক মুহূর্তের লাইগা হলেও ফ্রিজ কইরা বুঝবার তাকিদ করা হইছে।
এই বহি পইড়া মজা নিতে চান? বাঙলা ভাষার ইতিহাসের ধারাবাহিকতার ভিতরে থাইকা সেইটা সম্ভব হইবো না। বাঙলা ভাষার চেতনায় যে উল্লম্ফন ঘটছে আমরা তো সেইটাই লিখা করি। এহিনে, গ্রেফতার আছে একটা বাঁক, বাঙালা ভাষার হেমন্ত কাল, ট্র্যানজিশনের প্যাসিভ- এ্যাগ্রেসিভ ঋতুটা।
পূর্ব বাঙলার ভাষা
বি:দ্র: পূর্ব বাঙলার ভাষা বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.