মুনাজাত
আল্লামা ইবনে কুদামা (রাহ.) বলেন, কবিতার বৈধতা নিয়ে কোনো মতভেদ নেই। এ কথা বলেছেন সাহাবিগণ ও পরবর্তী উলামা কিরাম। ভাষা শেখা ও আরবি বোঝার জন্য কবিতার প্রয়োজন রয়েছে। কবিতা তাফসীর, আল্লাহর কালাম এবং রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদীস বুঝতে সহায়ক। বংশ, ইতিহাস এবং আরবদের বিশেষ দিনসমূহ সম্পর্কে তথ্য পাওয়ার মাধ্যম হিসেবেও কবিতা ব্যবহৃত হয়। বলা হয়, কবিতা হল আরবদের জ্ঞানভাণ্ডার।
অনেক সাহাবি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপস্থিতিতে কবিতা আবৃত্তি করেছেন। এ সংক্রান্ত হাদীসগুলো সহীহ বুখারি ও সহীহ মুসলিমসহ অন্যান্য হাদীস গ্রন্থে উল্লেখ রয়েছে, যা সংখ্যায় প্রচুর। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেই হাসসান (রা.) এবং অন্যদের কবিতা আবৃত্তি করতে নির্দেশ
মুনাজাত
বি:দ্র: মুনাজাত বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.