জান্নাত যেমন হবে
ন্নাত—যেখানে কোনো ক্লান্তি নেই, নেই দুঃখের ছায়া, নেই কান্নার শব্দ, নেই
কোনো ভয়, নেই দুশ্চিন্তার কুয়াশা; আছেশুধু অপার তৃপ্তি, অবর্ণনীয় শান্তি এবং
অশেষ রহমতের আলোকচ্ছটা।
জান্নাত— যেখানে বয়ে চলে ঝরনার নির্মল জলধারা। যে ভূমির প্রতিটি কণা সুগন্ধিত
মিশকের চেয়ে মধুরতর। জান্নাতের নদীগুলো দুধের মতো শুভ্র, যার স্বাদ কখনো
বদলায় না; মধুর মতো মিষ্টি, যার বিশুদ্ধতা অপরিবর্তনীয়; টলটলে পানির মতো
স্বচ্ছ, যা হৃদয়কে প্রশান্ত করে তোলে। সেখানে নেই ক্ষুধা, নেই তৃষ্ণা— সুখের
অনুভূতি।
প্রতিটি মুমিন অন্তরের গভীর থেকে জান্নাতের প্রত্যাশা লালন করেন। মুমিনের
চিরসবুজ স্বপ্নের আবাসস্থল এই জান্নাত। ‘জান্নাত যেমন হবে’ গ্রন্থটি মুমিনের
চিরসবুজ স্বপ্নের এই আবাসস্থল নিয়ে রচিত। এই গ্রন্থে জান্নাতের প্রকৃতি, তার
অবস্থা, বাসিন্দাদের সম্মান ও মর্যাদা, তাদের জীবনের অনন্ত সুখসহ সুখদ আরও
অনেককিছু বিশদভাবে আলোচিত হয়েছে।
কোন আমল জান্নাতের পথে ডাকে? কারা পাবে প্রথম প্রবেশের সম্মান? জান্নাতের
দরজাগুলো কাদের জন্য অপেক্ষমাণ? কীভাবে প্রস্তুত হতে হবে এই অনন্ত
সৌভাগ্যের জন্য? এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই গ্রন্থে।
জান্নাত যেমন হবে
বি:দ্র: জান্নাত যেমন হবে বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.